চুনীকরণ | Calcification

পৃথিবীর ভূ-ত্বকে বিভিন্ন প্রকারের চুনাপাথর, ডেলোমাইট, শামুক, ঝিনুক প্রভৃতি চুন বা চুনজাতীয় পদার্থের অস্তিত্ব রয়েছে। প্রাকৃতিক এবং ভূতাত্ত্বিক বিভিন্ন উৎস থেকে এসব চুন বা  চুনজাতীয় পদার্থ প্রাকৃতিক শক্তিসহ বিভিন্ন নিয়ামকের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে মাটির সাথে মিশে যায়। এর ফলে মাটিতে চুন বা ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়। মাটিতে চুন বা  চুনজাতীয় পদার্থ সংযুক্ত হওয়ার এ প্রক্রিয়াটিকে মাটি চুনীকরণ  বা চুনবিশিষ্ট করণ বলে। চুন বা ক্যালসিয়ামবিশিষ্ট মাটিকে চুনামাটি বলে। সাধারণত যে কোন স্থানের জলবায়ু মাটির চুনীকরণ প্রক্রিয়ায় সহায়তা করে। বিশেষ করে শুষ্ক জলবায়ুবিশিষ্ট অঞ্চলে চুনবিশিষ্ট ক্ষার মাটির পরিমাণ বেশি দেখা যায়। [সংকলিত]


মাটি চুনীকরণ বলতে কি বুঝায়?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply