ছবি থেকে লেখা কপি করার উপায়

ছবি থেকে লেখা কপি করার নানা উপায় আছে। এখানে, আমরা একটি সহজ উপায়ের কথা উল্লেখ করবো। যা করার জন্য আলাদা কোনো যন্ত্র বা সফটওয়্যারের প্রয়োজন হবে না। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১। আপনার লেখাযুক্ত Image/JPEG/JPG/PNG ফরমেটের ফাইলের উপরে মাউস রেখে ডান বাটন ক্লিক করুন। এরপর Open With এ ক্লিক করে Google Chrome এ ক্লিক করুন।
২। আপনার লেখাযুক্ত ফাইলটি Google Chrome ওপেন হবে। ওপেন হওয়া ফাইলটির উপরে মাউস রেখে ডান বাটন ক্লিক করুন। এরপর Search image with Google এ ক্লিক করুন।
৩। Google Chrome এর ডান দিকে লেখাযুক্ত ফাইলটি আবার ওপেন হবে। এখানে ফাইলটির নিচে Text লেখার উপরে ক্লিক করুন। নিচের দিকে Select all text লেখায় ক্লিক করুন। আপনার ফাইলটির সকল লেখা Select হয়ে যাবে। আপনি যদি সকল লেখা কপি করতে না চান, তাহলে মাউস দিয়ে প্রয়োজনীয় অংশটুকু select করতে পারেন। এবার, Copy তে ক্লিক করুন।
৪। আপনার Microsoft Word ওপেন করে কিবোর্ড থেকে Ctrl + V অথবা মাউসের ডান বাটন ক্লিক করে করে Paste আইকনে ক্লিক করুন। দেখুন, আপনার প্রয়োজনীয় লেখাটি Microsoft Word এ Text আকারে কপি হয়েছে। না বুঝলে নিচের ভিডিও লিংকে ক্লিক করুন। ধন্যবাদ…