জমির দলিলের সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ
জমির দলিলের কতিপয় সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ নিম্নে তুলে ধরা হলো:
১. এওয়াজা = বিনিময়।
২. এজমালি = যৌথ মালিকানা।
৩. কিঃ = কিস্তি।
৪. কিত্তা/কাতে = জমির অংশ।
৫. খারিজ = বাতিল।
৬. গং = সকল।
৭. চৌঃ = চারদিকের সীমানা।
৮. ছানি = পুনঃবিবেচনার জন্য প্রার্থনা।
৯. ছােলেনামা = আপােষ।
১০. জঃ = জমা।
১১. জং = স্বামী।
১২. জোতদার = জমির মালিক।
১৩. জোত = জমিদারের অধীনে প্রজার স্বত্ববিশিষ্ট জমি।
১৪. তসদিক = সত্যায়ন।
১৫. তােক = ভাগ।
১৬. তৌজি = প্রাপ্য খাজনার বিবরণপত্র।
১৭. দং = দল।
১৮. নিম/নিপসি = অর্ধেক।
১৯. নােনাবাড়ি = বসতবাড়ি।
২০. পিং = পিতা।
২১. বিতং = বিস্তারিত।
২২. মং = একত্রে।
২৩. মােং = মােকাম।
২৪. মৌরাশি = পুরুষানুক্রমে কোন ভূমি ভােগ দখল করা।
২৫. রায়ত = দখলি প্রজা।
২৬. লায়েক = উপযুক্ত।
২৭. সাং = ঠিকানা।
২৮. হেবা = দান। [সংকলিত]
দলিলের সংক্ষিপ্ত শব্দের পূর্ণরূপ
Follow Us on Our Youtube Channel: GEONATCUL