জলজ উদ্ভিদ | Hydrophyte
November 14, 2019

জলজ উদ্ভিদ (hydrophyte) বলতে জলমগ্ন মাটিতে বা পানিতে ভাসমান অবস্থায় যে সব উদ্ভিদ জন্মে ও বংশ বৃদ্ধি করে সে সব উদ্ভিদকে বুঝায়। এসব উদ্ভিদের কতিপয় পানিতে সম্পূর্ণ ভাসমান অবস্থায় থাকে। উদাহরণস্বরূপ- কচুরিপানা। কতিপয় জলাশয়ের তলদেশে জন্মে এবং পানিতে নিমজ্জিত অবস্থায় থাকে। উদাহরণস্বরূপ- পাতা শেওলা। আবার দেখা যায় যে, কতিপয় জলাশয়ের তলদেশে জন্মে, তবে কাণ্ডের কিয়দংশ পানির উপরে থাকে। উদাহরণস্বরূপ- নল, হোগলা প্রভৃতি।
জলজ উদ্ভিদ কি?
Image Source: Salvinia molesta hydrophyte, researchgate.net
Follow Us on Our YouTube channel: GEONATCUL