জলবায়ুলেখ | Climograph
February 28, 2019

জলবায়ুলেখ [Climograph] বলতে কোন একটি নির্দিষ্ট অঞ্চলের মাসিক তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা একসাথে প্রদর্শন করে অঙ্কিত এক বা একাধিক বহুভূজের লেখকে বুঝায়। সাধারণত জলবায়ুলেখের উলম্ব রেখায় তাপমাত্রা ও আনুভূমিক রেখায় আপেক্ষিক আর্দ্রতা প্রদর্শন করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের জলবায়ুলেখ দেখে কোন একটি নির্দিষ্ট অঞ্চলের সংশ্লিষ্ট জলবায়ুর প্রকৃতি সম্পর্কে বুঝা যায়। বর্তমানে বায়ুর তাপ, বায়ুর চাপ, বৃষ্টিপাত প্রভৃতি আবহাওয়ার বিভিন্ন উপাত্ত নিয়ে বিভিন্ন অঞ্চলের জন্য বিভিন্ন জলবায়ুলেখ অঙ্কন করা হয়ে থাকে। ১৯১৮ সালে জার্মান জলবায়ু বিজ্ঞানী Dr. Wladimir Koppen পৃথিবীর বিভিন্ন শ্রেণীর জলবায়ুর সংক্ষিপ্ত পরিচিতি দেয়ার জন্য জলবায়ুলেখ ব্যবহার করেছেন।
জলবায়ুলেখ কাকে বলে?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL