জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ- ৫ টি।
২. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো হল- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
৩. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ- ১০ টি।
৪. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়- ২ বছরের জন্য।
৫. নিরাপত্তা পরিষদের সর্বমোট সদস্য দেশ- ১৫ টি।
৬. নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ বার অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে- জাপান ও ব্রাজিল।
৭. ভেটো (veto)- ল্যাটিন ভাষার শব্দ।
৮. ভেটো (veto) শব্দটির অর্থ- আমি এটা মানি না।
৯. নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে- জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়।
১০. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য- Non-procedural Matters ব্যাপারে ভেটো (veto) প্রয়োগ করতে পারেন।
১১. জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠিত হয়- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
১২. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর- নিউ ইয়র্কে অবস্থিত।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্পর্কিত সাধারণ তথ্য
Follow Us on Our YouTube Channel: GEONATCUL