জাতিসংঘ | United Nations

১. প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গঠিত হয়- জাতিপুঞ্জ বা League of Nation।
২. জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
৩. জাতিপুঞ্জ বা ‘লীগ অব নেশনস’-এর জন্ম- ১৯১৯ সালে।
৪. জাতিপুঞ্জ বা ‘লীগ অব নেশনস’ বিলুপ্ত হয়- ১৯৪৬ সালে।
৫. জাতিপুঞ্জ বা ‘লীগ অব নেশনস’ গঠনের সময় সদস্য দেশের সংখ্যা ছিল- ৪২ টি।
৬. বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংঘ- জাতিসংঘ বা United Nations।
৭. জাতিসংঘ গঠনের প্রস্তাব ও নামকরণ করেন- মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১ জানুয়ারী, ১৯৪২)।
৮. জাতিসংঘের পতাকা- হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে জাতিসংঘের প্রতীক।
৯. জাতিসংঘের অফিসিয়াল ভাষা- ৬টি।
১০. জাতিসংঘের অফিসিয়াল ভাষাগুলো হল- ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।
১১. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও যে রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়- পোল্যান্ড।
১২. জাতিসংঘের উদ্দেশ্য- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।
১৩. জাতিসংঘের প্রথম ন্যায়পাল- প্যাট্রিসিয়া ডুরাই।
১৪. যে আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়- জাতিসংঘ।
১৫. জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- নিউইয়র্ক।
১৬. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন- ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
১৭. আটলান্টিক সনদে ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন- উইনস্টোন চার্চিল।
১৮. জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়- ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
১৯. জাতিসংঘ যাত্রা শুরু করেছিল- ৫১ টি দেশ নিয়ে।
২০. ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়- ১৯৪৫ সালে।
২১. জাতিসংঘ দিবস পালিত হয়- ২৪ অক্টোবর।
২২. জাতিসংঘের মোট মূল অঙ্গ সংগঠন- ৬ টি।
২৩. জাতিসংঘের ইউরোপীয় দপ্তর অবস্থিত- জেনেভায়।
জাতিসংঘ সম্পর্কিত সাধারণ তথ্য
Follow Us on Our YouTube Channel: GEONATCUL