জিপ কোড | Zip Code

জিপ কোড [Zip Code] হল একটি পোস্টকোডের (post code) জন্য মার্কিন নাম। এটি চার বা পাঁচ বা নয়-অঙ্কের কোড নিয়ে গঠিত হয়। জিপ কোডটি নয় অঙ্কের (digit) হলে, প্রথম পাঁচটি  অঙ্ক (digit) দিয়ে রাজ্য (state) এবং ডাক অঞ্চল (postal zone) বা ডাকঘর (post office)কে নির্দেশ করে। শেষের চারটি অঙ্ক (digit) দিয়ে গ্রামীণ পথ (rural route), ভবন (building), অথবা অন্য বিতরণ (delivery) অবস্থানকে বুঝায়। ১৯৬৩ সালে ৫ অঙ্কবিশিষ্ট জিপ কোড প্রবর্তিত হয়। ১৯৮৩ সালে ZIP+4 রূপে জিপ কোডকে সম্প্রসারিত করা হয়। ZIP-এর পূর্ণ রূপ হল Zone Improvement Plan। বাংলাদেশের জিপ কোড বা পোস্ট কোড হল ৪ অঙ্কবিশিষ্ট।

আবার বলা যায়, যে কোন দেশে যতগুলো পোস্ট অফিস রয়েছে, ততগুলো পোস্ট অফিসের প্রতিটির একটি করে পরিচিতি নম্বরই হল পোস্টাল কোড বা জিপ কোড। আপনি ও আমি যে পোস্ট অফিসের অধীনে বসবাস করি, তার পোস্ট অফিস কোডটিই হল মূলত জিপ কোড। ভারতে এ ব‌্যবস্থাটি পিন কোড নামে পরিচিত। এখন কারো যদি জিপ কোড বা পোস্ট কোড জানা না থাকে, তাহলে সে ব্যক্তি পোস্ট অফিসের নাম লিখে গুগলে (google) সার্চ দিলে তা সহজে পেয়ে যাবেন। [সংকলিত]


জিপ কোড মানে কি


 Follow Us on Our YouTube channel: GEONATCUL


7 Comments

Leave a Reply