জীববিজ্ঞানের শাখা: ভৌত জীববিজ্ঞান
বিজ্ঞানের অন্যান্য বিষয়ের মত জীববিজ্ঞানে তাত্ত্বিক এবং প্রায়োগিক দিক রয়েছে। জীবের তাত্ত্বিক দিক নিয়ে (ক) ভৌত জীববিজ্ঞান এবং প্রায়োগিক দিক নিয়ে (খ) ফলিত জীববিজ্ঞান নামক ২টি আলাদা শাখা গড়ে উঠেছে। এ প্রবন্ধটিতে আলোচ্য বিষয় হল জীববিজ্ঞানের ভৌত বা মৌলিক শাখা।
ভৌত জীববিজ্ঞান [Fundamental Biology] বলতে সাধারণত জীববিজ্ঞানের সে শাখাকে বুঝায়, যেখানে জীব সম্পর্কিত তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করা হয়। ভৌত জীববিজ্ঞানকে মৌলিক জীববিজ্ঞানও বলা হয়। ভৌত জীববিজ্ঞান শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আলােচনা করা হয়ে থাকে। ভৌত জীববিজ্ঞানে আলােচনার বিষয়সমূহ নিম্নে তুলে ধরা হল:

(১) অঙ্গসংস্থান [Morphology]: জীবের সকল ধরনের অঙ্গ-প্রতঙ্গের বা দৈহিক গঠনের তাত্ত্বিক বর্ণনা হল ভৌত জীববিজ্ঞানের আলােচ্য বিষয়। জীব দেহের বাহ্যিক গঠনের বর্ণনাকে জীবের বহিঃ অঙ্গসংস্থান (external morphology) বলে। জীব দেহের অভ্যন্তরীণ গঠনের বর্ণনাকে জীবের অন্তঃ অঙ্গসংস্থান (internal morphology) বলা হয়।
(২) শ্রেণিবিন্যাসবিদ্যা [Taxonomy]: পৃথিবীর সকল জীবের শ্রেণিবিন্যাস এবং তাদের রীতিনীতিসমূহ ভৌত জীববিজ্ঞানের অন্যতম আলােচনার বিষয়।
(৩) শারীরবিদ্যা [Physiology]: জীবদেহের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী; যেমন: শ্বসন, রেচন, সালােকসংশ্লেষণ, প্রভৃতির তাত্ত্বিক বর্ণনা হল ভৌত জীববিজ্ঞানে আলােচ্য বিষয়। তাছাড়া সকল জীবের যাবতীয় শারীরবৃত্তীয় কাজের বিবরণ এ শাখায় থাকে।
(৪) জীবদেহের কলাতত্ত্ব [Histology]: জীবদেহের কলাসমূহের (tissues) গঠন, বিন্যাস এবং যাবতীয় কার্যাবলির তাত্ত্বিক দিকগুলো ভৌত জীববিজ্ঞানে আলােচনা করা হয়।
(৫) ভ্রূণবিদ্যা [Embryology]: জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগােট, নিষিক্ত জাইগােট থেকে ভ্রণের সৃষ্টি, ভ্রণের গঠন, পরিস্ফুটন, বিকাশ, প্রভৃতি নিয়ে আলােচনা ভৌত জীববিজ্ঞানের অন্যতম প্রধান বিষয়।
(৬) জীবকোষবিদ্যা [Cytology]: জীবদেহের বিভিন্ন কোষের গঠন, যাবতীয় কার্যাবলি, এবং বিভাজন সম্পর্কিত আলােচনা ভৌত জীববিজ্ঞানের অন্যতম বিষয়।
(৭) জীনতত্ত্ব [Genetics]: জীন এবং জীবের বংশগতির ধারা সম্পর্কে ভৌত জীববিজ্ঞানে আলােচনা করা হয়। জীববিদ্যার এ শাখায় বংশানুক্রমিক বৈশিষ্ট্য যেভাবে পিতামাতা থেকে সন্তানের উপর বর্তায় তার চর্চা করা হয়, বা জীবের বিবর্তনের রীতি অনুশীলন করা হয়।
(৮) বিবর্তনবিদ্যা [Evolution]: পৃথিবীতে নানা প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, এবং জীবের ক্রমগত বিকাশের তথ্যসমূহের তাত্ত্বিক আলােচনা ভৌত জীববিজ্ঞানের অন্যতম বিষয়।
(৯) বাস্তুবিদ্যা [Ecology]: প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে ভৌত জীববিজ্ঞানে আলােচনা করা হয়।
(১০) এন্ডোক্রিনোলজি [Endocrinology]: বিভিন্ন ধরনের হরমােন (hormone) এবং জীবদেহে এসব হরমোনের কার্যকারিতা বিষয়ক তাত্ত্বিক আলােচনাও ভৌত জীববিজ্ঞানের অন্যতম বিষয়।
(১১) জীবভূগােল [Biogeography]: পৃথিবীর বিভিন্ন ভৌগােলিক সীমারেখায় জীবের বিস্তৃতি নিয়ে তাত্ত্বিক আলোচনা ভৌত জীববিজ্ঞানের অন্যতম বিষয়। [সংকলিত]
ভৌত জীববিজ্ঞান কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL