বায়ুপ্রবাহের ফলে সৃষ্ট ভূমিরূপ: জুগেন

জুগেন (zeugen) হল বায়ু প্রবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট এক প্রকারের ভূমিরূপ। সাধারণত মরুভূমি এলাকায় এ ধরণের ভূমিরূপ দেখা যায়। মরুভূমিতে বিভিন্ন প্রকারের শিলা দিয়ে গঠিত অসংখ্য উঁচু ভূমি রয়েছে। এসব উঁচু ভূমিতে কঠিন ও কোমল শিলার স্তর পর্যায়ক্রমে উপরে ও নিচে অবস্থান করে। প্রচণ্ড সূর্য তাপের প্রভাবে এসব ভূমিতে অসংখ্য ফাটলের সৃষ্টি হয়। মরুবায়ু প্রবাহিত হওয়ার সময় ঐসব ফাটলে ক্ষয় কাজ চালাতে থাকে। বায়ু প্রবাহের প্রভাবে কঠিন শিলাস্তর খুবই অল্প ও কম পরিমাণে ক্ষয় হয়।
কোমল শিলাস্তর দ্রুত এবং বেশি পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়। ফলে ফাটল বরাবর কোমল শিলাস্তর ক্ষয়ে ভূমিতে খাত বা গহ্বরের সৃষ্টি হয়। এ খাত বা গহ্বরের উপরে কঠিন শিলাস্তর গোলাকার বা চ্যাপ্টা টিলার মত বসে থাকে। ভূমির খাত বা গহ্বরের উপরে টিলার মত যে ভূমিরূপের সৃষ্টি হয় সেটিই হল জুগেন। কখনও কখনও বায়ু প্রবাহের ক্ষয় কাজের ফলে উঁচু ভূমিটির নিচের দিকে সরু এবং তার উপরে গোলাকার বা চ্যাপ্টা টিলার ভূমিরূপ দেখা যায়। এরূপ জুগেন উত্তর আমেরিকার সোনোরান মরুভূমিতে (sonoran desert) দেখা যায়। [সংকলিত]
সহায়িকা: বাকী, আবদুল, ভুবনকোষ, সুজনেষী প্রকাশনী: ঢাকা, ২০১৩, পৃষ্ঠা ১১১।
জুগেন কাকে বলে?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL