ঝুঁকির উৎস | Sources of Risk

নানা প্রকার অনিশ্চয়তার কারণে নানা প্রকারের ঝুঁকি সৃষ্টি হয়ে থাকে। অতএব, অনিশ্চয়তাকে ঝুঁকির মূল উৎস হিসেবে গণ্য করা হয়। কারণ ঝুঁকি সম্পূর্ণরূপে যে কোনো প্রকারের অনিশ্চয়তার সাথে সংযুক্ত। তবে অনিশ্চয়তার প্রকারের উপর ভিত্তি করে ঝুঁকির উৎসসমূহকে তিন ভাগে ভাগ করা হয়। যেমন:

১. অর্থনৈতিক অনিশ্চয়তা (economic uncertainties);
২. প্রাকৃতিক অনিশ্চয়তা (natural uncertainties) এবং
৩. মানবীয় অনিশ্চয়তা (human uncertainties)। নিম্নে এদের সম্পর্কে বর্ণনা দেয়া হলো:

১. অর্থনৈতিক অনিশ্চয়তা (economics uncertainties): অর্থনৈতিক অনিশ্চয়তা ঝুঁকির অন্যতম প্রধান উৎস। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে ঝুঁকি সৃষ্টি হতে পারে। ভোক্তা বা ক্রেতার অভ্যাস-রুচি, অর্থনৈতিক অবস্থা, মূল্য স্তর, কারিগরি ও প্রকৌশলগত জ্ঞান, সরকারি নীতি, প্রভৃতি পরিবর্তন ব্যবসায়ের যে অনিশ্চয়তা সৃষ্টি হয়, তাকে অর্থনৈতিক অনিশ্চয়তা বলে।

২. প্রাকৃতিক অনিশ্চয়তা (natural uncertainties): প্রাকৃতিক কারণে যে অনিশ্চয়তা সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক অনিশ্চয়তা বলে। প্রকৃতির অনিশ্চয়তার মধ্যে ঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, সাইক্লোন, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ইত্যাদি ঝুঁকি উল্লেখযোগ্য। এ সকল অনিশ্চয়তা অনুমান করা সম্ভব হলেও প্রতিরোধ করা সম্ভব হয় না।

৩. মানবীয় অনিশ্চয়তা (human uncertainties): মানুষের দ্বারা সৃষ্ট অনিশ্চয়তাকে মানবিক অনিশ্চয়তা বলে। মানবীয় অনিশ্চয়তা যেমন- চুরি, ডাকাতি, যুদ্ধ, দাঙ্গা, হরতাল ধর্মঘট, ইত্যাদি। এসব অনিশ্চয়তা সাধারণত মানবিক ঝুঁকির সৃষ্টি হয়। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: রাসুল, ড. মোঃ সিরাজুর এবং ইসলাম, মোঃ নজরুল, প্রকল্প পরিকল্পনা, (২০১৬/২০১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা।


ঝুঁকির উৎসসমূহ বর্ণনা কর।
কি কি কারণে আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply