ঝুঁকি ব্যবস্থাপনা | Risk Management
ঝুঁকি হলো আর্থিক ক্ষতি সংক্রান্ত অনিশ্চয়তা। আর ব্যবস্থাপনা হলো একটি কৌশল বা প্রক্রিয়া, যার মাধ্যমে গৃহীত কোনো উদ্যোগ বা উদ্দেশ্য অর্জন কার্যক্রমকে সুষ্ঠুভাবে দক্ষতার সাথে নূন্যতম ব্যয়ে সুসম্পন্ন করা হয়। যে প্রক্রিয়ার মাধ্যমে ঝুঁকি চিহ্নিতকরণ, ঝুঁকির পরিমাপ নিরূপণ ও ঝুঁকি মোকাবিলা করার সর্বাধিক কার্যকর ও উপযোগী পন্থা নির্বাচন করা যায়, তাকেই ঝুঁকি ব্যবস্থাপনা (risk management) বলে।
সাধারণভাবে ঝুঁকি ব্যবস্থাপনা বলতে এমন একটি প্রক্রিয়াকে বুঝায়, যার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা হয় এবং তা বিশ্লেষণ করে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়, যাতে ঝুঁকি মোকাবিলা করা যায়। বিভিন্ন লেখক বিভিন্নভাবে ঝুঁকি ব্যবস্থাপনাকে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলো।
J. K. Pinto এর মতে, “Risk management is defined as the art and science of identifying analysis and respond to risk factors throughout the life of a project and in the best interests of its objectives.” (অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনা হলো একটি প্রকল্পের স্থায়িত্বকালে এবং প্রকল্পের উদ্দেশ্যগুলোর সর্বোত্তম স্বার্থে বিশ্লেষণ সনাক্তকরণ এবং ঝুঁকির কারণগুলোর প্রতি সাড়া প্রদান করার শিল্প ও বিজ্ঞান।)
Business Dictionary তে উল্লেখ করা হয়েছে, “Risk management is the identification, analysis, assessment, control and avoidance, minimization or elimination unacceptable risks.” (অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনা হলো অনাকাঙ্খিত ঝুঁকি চিহ্নিত করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, নিয়ন্ত্রণ করা এবং পরিহার করা, হ্রাস করা বা নিরসন করা।)
The Economic Times এ উল্লেখ করা হয়েছে, “Risk management refers to the practice of identifying potential risks in advance, analysing them and taking precautionary steps to reduce or curb the risk.” (অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনা বলতে বুঝায় সম্ভাব্য ঝুঁকিসমূহ অগ্রিম চিহ্নিতকরণ, তাদের বিশ্লেষণ এবং সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে ঝুঁকি হ্রাস বা নিয়ন্ত্রণের চর্চা।)
The Institute of Risk Management এর মতে, “Risk management is the systematic process of understanding, evaluating and addressing these risks to maximize the chances of objectives being achieved and ensuring organizations, individuals and communities are sustainable.” (অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনা হলো ঝুঁকিসমূহ অনুধাবন, মূল্যায়ন এবং চিহ্নিতকরণের একটি পদ্ধতিগত প্রক্রিয়া, যা লক্ষ্য অর্জনের সম্ভাবনা সর্বাধিক করে এবং প্রতিষ্ঠানসমূহ, ব্যক্তিসমূহ এবং সম্প্রদায়সমূহের শক্তিমত্তা নিশ্চিত করে।)
Investopedia এর মতে, “Risk management is the process of identification, analysis and either acceptance or mitigation of uncertainty in investment decision making.” (অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনা হলো ঝুঁকি চিহ্নিতকরণ, বিশ্লেষণ এবং বিনিয়োগ সিদ্ধান্তের জন্য অনিশ্চয়তার স্বীকৃতি বা উপশম করার প্রক্রিয়া।)
সুতরাং, ঝুঁকি ব্যবস্থাপনা হলো অনাকাঙ্খিত ঝুঁকি চিহ্নিত করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করার প্রক্রিয়া এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, যাতে ঝুঁকিসমূহ হ্রাস, নিয়ন্ত্রণ বা পরিহার করা যায়। [শারমিন জাহান সায়মা]
✅ ঝুঁকি ব্যবস্থাপনার সংজ্ঞা।
✅ Definition of Risk Management.
সহায়িকা: রাসুল, ড. মো: সিরাজুর এবং ইসলাম, মো: নজরুল, প্রকল্প ব্যবস্থাপনা, (২০১৬/১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ৩৩২-৩৩৩।
Follow Us on Our YouTube channel: GEONATCUL