ঝুঁকি (Risk) বলতে কি বুঝায় ?
দৈনন্দিন জীবনে আমরা প্রায়ই ঝুঁকি বা risk শব্দটি ব্যবহার করে থাকি। আভিধানিক অর্থে ঝুঁকি বলতে আর্থিক ক্ষতি, আপদ-বিপদ, বা হারানোর সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়। ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে কেউ নিশ্চিত হতে পারবে না বলেই ঝুঁকির সৃষ্টি হয়। মানুষের প্রাত্যহিক জীবনে ঝুঁকি ওতোপ্রোতোভাবে জড়িত। যেমন:- একজন ব্যক্তির কর্মস্থলে পৌঁছানো এবং কর্মস্থলে থেকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে ঝুঁকি মুক্ত নয়। কেননা কর্মস্থলে যাওয়া-আসার পথে সড়ক দুর্ঘটনা হতে পারে, ছিনতাইকারীর কবলে পড়তে পারে, মানিব্যাগ চুরি হতে পারে ইত্যাদি।
আবার একজন ব্যবসায়ী কোন ব্যবসায় বা প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে ঐ বিনিয়োগ থেকে আর্থিক লাভ বা ক্ষতি আসতে পারে। তাছাড়া যে কোন ব্যবসায় সিদ্ধান্তে ঝুঁকি একটি স্বাভাবিক ঘটনা। তাছাড়া ব্যবসায়ের কার্যসমূহ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা, পূর্বানুমান ও প্রাক্কলন প্রয়োজন। তবে বাস্তবতা হলো কাজের প্রকৃত ফলাফল প্রাক্কলিত আদর্শ মানের চেয়ে কম বা বেশী হয়। এ ধরনের বিচ্যুতির সম্ভবনাকেই ঝুঁকি বলে। বিভিন্ন লেখক ও মনীষী বিভিন্নভাবে ঝুঁকির সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে ঝুঁকির কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো।
Business Dictionary তে উল্লেখ করা হয়, “Risk is a probability or threat of damage, injury, liability, loss or any other negative occurrence that is caused by external or internal vulnerabilities, and that may be avoided through pre-emptive action.” (অর্থাৎ ঝুঁকি হলো বিনষ্ট, আঘাত, দায়, ক্ষতি বা যে কোন ঋণাত্মক ঘটনার সম্ভাবনা বা হুমকি, যা বাহ্যিক বা অভ্যন্তরীণ অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সংঘটিত হয় এবং যা পূর্ব সতর্কতামূলক কার্য দ্বারা পরিহার করা যায়।)
Weston Brigham এর মতে, “Risk is the chance that some unfavourable events will occur.” (অর্থাৎ প্রতিকূল কোন ঘটনা ঘটার সম্ভাবনাই হলো ঝুঁকি)
J. C. Van Horne এর মতে, “Risk is defined as the variability of possible return from a project.” (অর্থাৎ কোন প্রকল্পের সম্ভাব্য আয়ের পরিবর্তনশীলতাকেই ঝুঁকি বলা হয়।)
L. J. Gitman এর মতে, “Risk is defined as the variability in the actual return emanating from a project in future over its working life in relation to estimated return.” (অর্থাৎ কোন প্রকল্প থেকে ভবিষ্যতে প্রকল্পের আয়ুষ্কালে প্রকৃত যে আয় প্রবাহ পাওয়া যায়, তার সাথে প্রাক্কলিত আয় প্রবাহের বিচ্যুতিকেই ঝুঁকি বলা হয়।)
John J. Hampton এর মতে, “Risk may be defined as the likelihood that the actual return from an investment will be less than that forecast return.” (অর্থাৎ একটি বিনিয়োগের প্রকৃত আয় হতে পূর্বাভাসকৃত আয়ের পার্থক্যকেই ঝুঁকি বলে।)
Block and Hirt এর মতে, “Risk may be defined in terms of the variability of possible outcomes from a given investment.” (অর্থাৎ কোন একটি বিনিয়োগের হতে প্রায় সম্ভাব্য ফলাফলের পার্থক্যকেই ঝুঁকি বলা হয়।)
সুতরাং বলা যায় যে, কোন বিনিয়োগ প্রকল্পের প্রত্যাশিত বা প্রাক্কলিত আয়ের বা ফলাফলের তুলনায় প্রকৃত আয় বা ফলাফল কম বা বেশি হওয়ার সম্ভাবনাই হলো ঝুঁকি। [শারমিন জাহান সায়মা]
✅ ঝুঁকির সংজ্ঞা।
✅ Definition of Risk
সহায়িকা: রাসুল, ড. মো: সিরাজুর এবং ইসলাম, মো: নজরুল, প্রকল্প ব্যবস্থাপনা, (২০১৬/১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ২৯৪-২৯৫।
Follow Us on Our YouTube channel: GEONATCUL
Thanks for the content.