টম্বোলো: এক প্রকারের দীর্ঘ বাঁধ
January 21, 2019

টম্বোলো [Tombolo] বলতে সমুদ্র উপকূলের এক ধরনের দীর্ঘ বাঁধকে বুঝায়। সাধারণত সামুুদ্রিক অবক্ষেপণের ফলে উপকূলীয় অঞ্চলে এ ধরনের বাঁধের সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ উপকূল থেকে কম দূরত্বে কোন একটি দ্বীপ মূল ভূ-খণ্ডের সাথে অথবা কোন একটি দ্বীপ অপর কোন দ্বীপের সাথে সংযোগে সৃষ্ট দীর্ঘ বাঁধকে টম্বোলো বলা হয়। ইংল্যান্ডের ডোরসেট [Dorset] উপকূলের ২৫ কিলোমিটার দীর্ঘ চেসিল [Chesil] সমুদ্র সৈকত নামক টম্বোলোটি পোর্টল্যাণ্ড [Portland] দ্বীপকে মূল ভূ-খণ্ডের সাথে সংযুক্ত করেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার বিজিন সৈকতকে টম্বোলোর অপর একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা যায়।