টেরা-রোসা | Terra-Rossa
January 15, 2019

টেরা-রোসা [Terra-Rossa] হল ইতালীয় ভাষার শব্দ। এ শব্দটির ‘টেরা’ মানে হল ‘লাল’ এবং ‘রোসা’ মানে ‘মাটি’। অর্থাৎ চুনাপাথর অঞ্চলের লৌহমিশ্রিত লাল বর্ণের এক প্রকারের কাদা মাটিকে বলা হয় টেরা-রোসা। সাধারণত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এ ধরনের মাটি বেশি দেখা যায়। এ মাটি সৃষ্টির মূল কারণ হল- স্বল্প থেকে মধ্যম ঢালবিশিষ্ট চুনাপাথর অঞ্চলে কার্বনিক এসিডযুক্ত জল দ্রবণের মাধ্যমে ভূপৃষ্ঠে আবরণ সৃষ্টি করে। যার বর্ণ হয় লাল এবং আবরণ হয় আম্লিক কাদাবিশিষ্ট। ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে এ ধরনের ভূ-ভাগ দেখতে ল্যাটারাইট মাটির মত হয়। টেরা-রোসার স্তর কয়েক মিটার থেকে কয়েক শত মিটার পর্যন্ত পুরু হয়ে থাকে।
টেরা-রোসা বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL