ডরমিটরি গ্রাম (dormitory village) বলতে সে গ্রামকে বুঝায়, যে গ্রামের কর্মক্ষম লোকজনের অধিকাংশই অন্যত্র কাজে নিয়োজিত থাকে। কেবল আবাসনের ব্যবস্থা করাই হল এ ধরনের গ্রামের মূল কাজ। সাধারণত নগরের প্রান্তবর্তী গ্রামসমূহ ডরমিটরি গ্রামের ভূমিকা পালন করে। যেমন- ঢাকা নগরের আশেপাশে এরকম গ্রাম দেখতে পাওয়া যায়। [সংকলিত]
ডরমিটরি গ্রাম কি?
Follow Us on Our Youtube Channel: GEONATCUL