ডাটাবেজ কি ?
ডাটাবেজের সংজ্ঞা:
ডাটাবেজ (database) হলো কোন একটি স্টোরেজ সিস্টেম, যেখানে একটি বা একাধিক ডেটা বা ডাটা (data) ফাইল সংরক্ষিত থাকে। ডাটা (data) শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে এবং যার অর্থ হল তথ্য৷ আর বেজ (base) শব্দের মূল অর্থ হল ভিতরে রাখা জিনিস। সুতরাং, ডাটাবেজ (database) শব্দের অর্থ হলো তথ্যের সংগ্রহস্থল বা তথ্যের সমাহার বা সংগ্রহ করার জন্য তৈরি করা একটি সিস্টেম বা কাঠামো।
আবার ডেটাবেজকে ডাটার ভান্ডার বা সংরক্ষণাগারও বলা হয়। তবে শুধু কিছু ডাটা একত্রিত করলেই ডেটাবেজ হয় না। ডেটাবেজে কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত ডাটা সুবিন্যস্ত অবস্থায় থাকে। অর্থাৎ পরস্পর সম্পর্কযুক্ত কিছু ডাটা এক বা একাধিক ফাইলে বা টেবিলে সুবিন্যস্ত অবস্থায় থাকলে তাকে ডাটাবেজ বলা হয়।
Elmarsi & Navathe বলেন, ‘A data base is a collection of related data.’ (অর্থাৎ, সম্পর্কযুক্ত ডাটার সমাবেশই হলো ডেটাবেজ।)
Uma G Gupta বলেন, ‘A data base is an interacted repository of logically related data, organised in such a way as to facilitate easy accessing and processing of data.’ (অর্থাৎ ডেটাবেজ হলো যৌক্তিকভাবে সম্পর্কিত কতগুলো ডাটার একটি সমন্বিত ভান্ডার, যা এমনভাবে তৈরী করা হয় যেন সহজেই ডাটা প্রবেশ করানো এবং প্রক্রিয়াকরণ করা যায়।)
Ramakrishnan & Gehrke বলেন, ‘A data base is a collection of data, typically describing the activities of one more related orgnization.’ (অর্থাৎ এক বা একাধিক সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমকে বর্ণনা করার জন্য ডাটার সংগ্রহকেই ডেটাবেজ বলে।)
পরিশেষে বলা যায়, ডেটাবেজ হলো যৌক্তিকভাবে সম্পর্কিত কতগুলো ডাটার সমাহার, যা এক বা একাধিক ফাইল রেকর্ড বা টেবিলের মাধ্যমে সুবিন্যস্ত অবস্থায় সংরক্ষণ করা হয়। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: ইসলাম, মোঃ নজরুল; খান, মোঃ আলী আশরাফ; সম্পাদনায়: এম. এ. কালাম; (২০১৮), ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি; ঢাকা: কমার্স পাবলিকেশন্স; পৃষ্ঠা – ১৯২।
Follow Us in Our YouTube channel: GEONATCUL