তড়িৎ প্রবাহ এবং তড়িৎ প্রবাহের প্রকারভেদ
তড়িৎ প্রবাহ কি?
তড়িৎ প্রবাহ বলতে সাধারণ ভাষায় বিদ্যুৎ প্রবাহকে বুঝায়। তড়িৎ প্রবাহ হলো আহিত কণা; যেমন- ইলেকট্রন অথবা আয়নের প্রবাহ, যা কোনো তড়িৎ পরিবাহী বা শূন্যস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। ইংরেজি বর্ণ `i‘ হলো তড়িৎ প্রবাহের প্রচলিত প্রতীক।

তড়িৎ প্রবাহ কত প্রকার?
তড়িৎ প্রবাহ সাধারণত দুই প্রকার। যথা –
১। অপর্যায়বৃত্ত প্রবাহ; এবং
২। পর্যায়বৃত্ত প্রবাহ।
১। অপর্যায়বৃত্ত প্রবাহ: যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়, সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে। এ তড়িৎ প্রবাহকে ডিসি প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহও বলা হয়। তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যায়বৃত্ত প্রবাহ পাওয়া যায়। আবার ডিসি জেনারেটরের সাহায্যেও এই প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়।
২) পর্যায়বৃত্ত: যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয়, সেই তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। এ তড়িৎ প্রবাহকে আবার এসি প্রবাহ বা পরিবর্তী প্রবাহও বলা হয়। বর্তমানে বিশ্বের সকল দেশের তড়িৎ প্রবাহই পর্যায়বৃত্ত প্রবাহ। এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন ও সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো।
দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জেনারেটরের সাহায্যে পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন করা হয়। পর্যায়বৃত্ত প্রবাহের দিক পরিবর্তন দেশভেদে বিভিন্ন হয়। যেমন – বাংলাদেশের পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে পঞ্চাশবার এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে ষাটবার দিক পরিবর্তন করে। [ইশরাত জাহান মিম]
তড়িৎ প্রবাহ কাকে বলে কত প্রকার ও কি কি
সহায়িকা: বিজ্ঞান (৮ম শ্রেণী) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
Follow Us on Our YouTube channel: GEONATCUL