ত্রিকোণমিতি | Trigonometry
‘ত্রিকোণ’ এবং ‘মিতি’ শব্দদ্বয় নিয়ে ত্রিকোণমিতি শব্দটি গঠিত। ত্রিকোণমিতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ‘Trigonometry’। ‘Trigon’ এবং ‘Metry’ শব্দদ্বয় নিয়ে ‘Trigonometry’ শব্দটি গঠিত। গ্রিক ‘Trigon’ শব্দ দিয়ে ত্রিকোণ, যা ত্রিভুজ এবং ‘Metry’ শব্দ দিয়ে মিতি বুঝায়। বাংলা ভাষায় ত্রিকোণ মানে ৩টি কোণ এবং মিতি মানে পরিমাপ বুঝায়। সুতরাং ত্রিকোণমিতি বলতে সাধারণভাবে তিনটি কোণের পরিমাপকে বুঝায়। তবে ব্যবহারিক দিক দিয়ে ত্রিভুজের ৩টি কোণ ও ৩টি বাহুর পরিমাপ এবং এদের সাথে সম্পর্কিত বিষয়ের আলোচনাই হল ত্রিকোণমিতি।
একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণিত শাস্ত্রে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয়। উদাহরণস্বরূপ – কোণাকার জমির ক্ষেত্রফল নির্ণয়, গাছের ছায়ার সাহায্যে একটি গাছের উচ্চতা নির্ণয়, পুকুরের পাড়ে দাঁড়িয়ে একটি পুকুরের বিস্তার নির্ণয়, প্রভৃতির ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যবহার অতিপ্রাচীন কাল থেকেই জনপ্রিয়। এছাড়া, জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার দেখা যায়। আবার, ব্যবহারিক দিক থেকে ত্রিকোণমিতিকে দুইটি শাখায় বিভক্ত করে আলোচনা করা হয়। যেমন –
(১) সমতলীয় ত্রিকোণমিতি (Plane Trigonometry) এবং
(২) গোলকীয় ত্রিকোণমিতি (Spherical Trigonometry)। [সংকলিত]
ত্রিকোণমিতি কাকে বলে উদাহরণ দাও?
Follow Us on Our YouTube channel: GEONATCUL