দেশী শব্দ : বাংলাদেশের আদি জনগোষ্ঠীর ভাষাগত শাব্দিক উপাদান
March 20, 2019
দেশী শব্দ বলতে বাংলাদেশের আদি জনগোষ্ঠীর ভাষাগত যে সব শাব্দিক উপাদান এখনও বাংলা ভাষায় ব্যবহৃত হয়, সে সব শাব্দিক উপাদানকে বুঝায়। বাংলা ব্যাকরণ অনুযায়ী, উৎপত্তি অনুসারে পাঁচ প্রকারের শব্দের অন্যতম হল দেশী শব্দ। নিচে উদাহরণস্বরূপ কতিপয় দেশী শব্দ তুলে ধরা হল:
দেশী শব্দে ফলমূল ও খাদ্যদ্রব্যের নাম: |
আমানি, ইচড়, উচ্ছে, কদু, জলপাই, জারুল, টেপারি, ডাব, থানকুনি, থোড়, ধুন্দল, ধনিচা, নিসিন্দা, নটে, ফোঁপর, লাউ, বাতাসা, মালপো, হোগলা ইত্যাদি। |
দেশী শব্দে গৃহস্থালী বস্তুর নাম: |
কুলা, খালুই, চাড়ি, চুলা, চিমটা, ঝাঁটা, ঢেঁকি, দরজা, পাতিল, বাখারি, বাতা, বিচালি ইত্যাদি। |
দেশী শব্দে জীবজন্তু ও পশুপাখির নাম: |
খেঁকশিয়াল, বাবুই, নেংটি, হাঁড়ি, হোল, হুতুম ইত্যাদি। |
দেশী শব্দে মাছের নাম: |
কাতলা, গজাল, চেলা, টেংরা, পারশে, পোনা, বাটা, বিঠা, লেঠা ইত্যাদি। |
দেশী শব্দে জিনিসপত্রের নাম: |
ঢোল, সেঁউতি ইত্যাদি। |
দেশী শব্দে অন্যান্য নাম: |
আলু, কুড়ি, গঞ্জ, চোঙ্গা, ঝাউ, ঝাল, ঝিনুক, ঝোল, ট্যাঙ্গা, টোপর, ডাব, ডোম, ডেলা, ডিঙা, ডিঙি, ডাহা, ঢেউ, ঢিল, ঢোল, পেট, বাদুড়, বড়শি, মুড়ি, সড়কি ইত্যাদি। |
বাংলাদেশের আদি জনগোষ্ঠীর ভাষাগত শাব্দিক উপাদান
Follow Us on Our YouTube Channel: GEONATCUL