দ্বিভাষাবাদ | Bilingualism
দ্বিভাষাবাদ [Bilingualism] বলতে কোন দেশের জনগোষ্ঠীর মধ্যে মাতৃভাষা ছাড়াও অন্য একটি ভাষা চর্চার বা কথা বলার প্রবণতাকে বুঝায়। উদাহরণস্বরূপ:- বাংলাদেশে বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষাটি দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃত এবং চর্চা করার প্রবণতা খুবই বেশি। দ্বিভাষাবাদকে আবার অনেকেই দ্বিভাষিকতা বা বহুভাষাবাদও বলে থাকেন।
তবে বহুভাষাবাদ বা বহুভাষিকতা [Multilingualism] বলতে দুইয়ের অধিক ভাষা চর্চার বা কথা বলার প্রবণতাকেই বুঝায়। সমাজ বা দেশভেদে দ্বিভাষাবাদকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়। বিশ্বের অধিকাংশ দেশে বা অঞ্চলেই দ্বিভাষাবাদ প্রচলিত আছে। দ্বিভাষী কিংবা বহুভাষী মানুষদের মধ্যে বিভিন্ন ভাষা ব্যবহারের ক্ষেত্রে দক্ষতাগত তারতম্য লক্ষ্য করা যায়। ধরা যাক, একজন মানুষ একটি ভাষায় ভাল লিখতে পারে; আবার অপরটিতে ভাল বলতে পারে।
দ্বিভাষাবাদ বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL