নগ্নীভবন কীভাবে সংঘটিত হয়?
August 1, 2023
নগ্নীভবন যেভাবে সংঘটিত হয়:
বিচূর্ণীভবনের সময় শিলাসমূহ চূর্ণ-বিচূর্ণ ও বিশ্লিষ্ট হয়ে ক্ষয়ীভবন দ্বারা অপসারিত হলে নিচে অবিক্রিত শিলারাশি নগ্ন হয়ে পড়ে, এরূপ কার্যকে নগ্নীভবন বলে। মূলত শিলারাশির অপসারণ ও ক্ষয়সাধনের ফলেই নগ্নীভবন সংঘটিত হয়। সূর্যতাপ, তুষার, বৃষ্টি, মাধ্যাকর্ষণ শক্তি, কার্বনডাইঅক্সাইড, প্রভৃতি উপাদানের ক্রিয়া প্রক্রিয়ার সাহায্য নগ্নীভবন প্রক্রিয়ার সূচনা হয়। [ইশরাত জাহান মিম]
সহায়িকা: মজুমদার, তাপস কুমার, ভূগোল ১ম পত্র (একাদশ-দ্বাদশ), ঢাকা: লেকচার পাবলিকেশন্স লি., পৃষ্ঠা ১৩০, ৩৭২।
Follow Us in Our Youtube Channel: GEONATCUL