নৈতিকতা কী?
নৈতিকতার ইংরেজি শব্দ ইথিকস ‘ethics’। যা গ্রিক শব্দ ইথস (ethis) হতে এসেছে। যার অর্থ হলো ‘চরিত্র’ বা রীতি (character of custom)। বর্তমানকালে এ ‘ইথস’ শব্দটি দিয়ে বিশেষ প্রবণতা, বিশেষ মনোভাব, সংস্কৃতি, প্রভৃতি প্রকাশ করতে করা হয়। নৈতিকতা এমন কিছু জিনিস চিহ্নিত করে, যা মানুষের আচরণকে এমনভাবে চালিত করে, যা সমাজে প্রত্যাশিত। প্রতিটি মানুষই নৈতিকতার সাথে সংশ্লিষ্ট। নৈতিকতা হলো আচরণগত মান এবং নৈতিক বিচার, যা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করে।
ওয়েবস্টার ডিকশনারিতে বলা হয়েছে, “নৈতিকতা হলো শৃঙ্খলা, যা নৈতিক কর্তব্য ও জবাবদিহিতার সাথে কি ভালো কি মন্দ তার মাত্রা নির্ধারণ করে।” (the discipline dealing with what is good or had with moral duty and obligation).
Godiwalla & Faramarz- এর মতে, “নৈতিকতা হলো ভুল বা খারাপ থেকে সঠিক ও ভালো এর পার্থক্য নির্ণয় করার প্রক্রিয়া এবং এগুলি ভালো ও সঠিক কাজটি করার জন্য নৈতিকভাবে প্রয়োগ করা হয়।” (as the process of distinguish the right and good from the wrong or bad and they imply a moral duty to versus the good and the right.)
বৃহদার্থে বলা যায় যে, নৈতিকতা এমন কিছু মৌলিক রীতিনীতি বা মাপকাঠি নির্ধারণ করে দেয়, যাতে প্রতিটি কাজ গ্রহণযোগ্য পদ্ধতিতে পরিচালিত হয়।
Kreitner, Eliason foundation of Management এর মতে, ‘ভুল বনাম সঠিক এর সংশ্লিষ্টতার সাথে নৈতিক দায়বদ্ধতা নিয়ে পর্যালোচনা করাই হলো নৈতিকতা।’ (ethics is defined as the study of moral obligation involving right versus wrong.)
উপর্যুক্ত আলোচনা ও সংজ্ঞা থেকে নৈতিকতার কতিপয় বৈশিষ্ট্য নির্ণয় করা হয়, যেমন –
১. নৈতিকতা হলো ভুল ও সঠিক এর মধ্যে তুলনাকরণ;
২. নৈতিকতা নৈতিক দায়বদ্ধতা সৃষ্টি করে;
৩. নৈতিকতা প্রতিষ্ঠান ও সমাজের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করে; ও
৪. নৈতিকতা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করে।
সুতরাং বলা যায়, নৈতিকতা হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করে সমাজ ও প্রতিষ্ঠানের প্রতি নৈতিক জবাবদিহিতা নিশ্চিত করা হয়। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: আলাউদ্দিন, প্রফেসর ড. মোঃ; উদ্দীন, প্রফেসর ড. মোঃ সেরাজ; আতিকুজ্জামান, এম. এম.; প্রধান, মোঃ সাইফুল্লাহ; (জানুয়ারি, ২০১৯); ব্যবসায় গবেষণা Business Research; গ্রন্থ কুটি: ঢাকা; পৃষ্ঠা-৩৯।
নৈতিকতা বলতে কী বোঝায়?
Follow Us in Our Youtube Channel: GEONATCUL