পরিচিতিকরণ বলতে কি বুঝায়?

সাধারণ অর্থে, পরিচিতিকরণ (orientation) বলতে কর্মীদেরকে প্রতিষ্ঠান ও এর কার্য পরিবেশের সাথে খাপ খাওয়ানোর একটি নির্দেশিত পন্থাকে বুঝায়।
বিশেষ অর্থে, পরিচিতিকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে নতুন কর্মীদেরকে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের মালিক এবং কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়, যাতে কর্মীরা সন্তোষজনকভাবে প্রতিষ্ঠানের কাজ সম্পাদন করতে পারে। বিভিন্ন মনীষী পরিচিতিকরণের সংজ্ঞা বিভিন্নভাবে দিয়েছেন। তবে তাদের সংজ্ঞার মূল বিষয়বস্তু প্রায়ই একই রকম। পরিচিতিকরণ সম্পর্কে প্রদত্ত কতিপয় মনীষীর সংজ্ঞা নিচে তুলে ধরা হলো:

G. Dessler-এর মতে, ‘পরিচিতিকরণ হলো নতুন কর্মীদেরকে প্রতিষ্ঠানের মৌলিক পটভূমি সম্পর্কে তথ্য সরবরাহ করার একটি প্রক্রিয়া।’

D.A. Deconzo & S.P. Robbins-এর মতে, ‘একটি পরিচিতিকরণ কর্মসূচি এমন হওয়া উচিত যাতে প্রতিষ্ঠানের নতুন সদস্যদেরকে প্রতিষ্ঠানের উদ্দেশ্য, ইতিহাস, দর্শন, প্রক্রিয়া ও নিয়ম-কানুন সংক্রান্ত নীতিমালা; যেমন- বেতন পরিশোধের নিয়ম-কানুন, অতিরিক্ত কাজের সময়, আনুষঙ্গিক সুবিধাদি ইত্যাদি সম্পর্কে অবগত করানো যায়।

সংজ্ঞার প্রেক্ষিতে পরিচিতিকরণ বিশ্লেষণ:

উপর্যুক্ত আলোচনা ও সংজ্ঞাগুলো হতে পরিচিতিকরণের কতিপয় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন-
(ক) এর মাধ্যমে নবনির্বাচিত কর্মীদেরকে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও পুরানো কর্মীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় ।
(খ) নতুন কর্মীরা সফলতার সাথে ও স্বাচ্ছন্দ্যে কাজ সম্পাদন করতে পারে।
(গ) কর্মক্ষেত্রে নতুন কর্মীদের উদ্বিগ্নতা হ্রাস করে।
(ঘ) নতুন কর্মীরা প্রতিষ্ঠানের প্রকৃতি ও কাজের নিয়ম-কানুন ইত্যাদি সম্পর্কে জানতে পারে।
(ঙ) এ কর্মসূচি অনানুষ্ঠানিকভাবে শুরু হয়ে আনুষ্ঠানিক পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে।
পরিশেষে বলা যায়, পরিচিতিকরণের মাধ্যমে নতুন কর্মীরা প্রতিষ্ঠানকে নিজেদের করে নিতে পারে এবং সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারে। তাই পরিচিতিকরণের প্রধান লক্ষ্য হলো নতুন কর্মী ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক পরিচিতি ও ভাবের আদান-প্রদান করা, যাতে কর্মীরা অনিশ্চয়তা ও নিরাপত্তার অভাববোধ না করে। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: রেজা, প্রফেসর আজিজ আহমেদ সাদেক; হোসেন, মোঃ আলতাফ; হোসেন, মোঃ ইব্রাহিম; সরকার, সমাপন; সম্পাদনায়: এম. এ. কালাম; , (২০১৯); প্রশিক্ষণ ও উন্নয়ন, ঢাকা: কমার্স পাবলিকেশন্স; পৃষ্ঠা – ৭৪।


Follow Us in Our YouTube channel: GEONATCUL


Leave a Reply