কেউ পানিতে ডুবে গেলে প্রাথমিক চিকিৎসা ও ৭টি পদক্ষেপ
কেউ যখন পানিতে ডুবে যায়, তখন তার ফুসফুসে পানি প্রবেশ করে। সেরিব্রাল হাইপোক্সিয়ায় অক্সিজেন শোষণে বাধার ফলে শ্বাসরোধ হয় এবং শ্বাসকষ্টের কারণে ডুবে যায়। ফলে গলায় খিঁচুনি হয় এবং শ্বাসকষ্ট বেড়ে যায়, যা বাতাস চলাচলকে সংকুচিত করে এবং মৃত্যু ঘটে। দেখা যায়, পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করার পর তার প্রাণ থাকলেও হাসপাতালে পৌঁছানোর আগেই সে ব্যক্তির মৃত্যু ঘটে।
তবে আমরা যদি জানি যে, কেউ যখন ডুবে যায় তাকে উদ্ধার করার পর প্রাথমিকভাবে শুরুতেই কি করণীয় হতে পারে, তা সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকলে, ডুবে যাওয়া ব্যক্তির প্রাণনাশের সম্ভাবনা অনেকটা কমতে পারে।
পানিতে ডুবে যাওয়া ব্যক্তির প্রাথমিক ব্যবস্থাপনা:
1. ডুবে যাওয়া ব্যক্তিকে পানি থেকে সরিয়ে অথবা দড়ি, ডাল, মাছ ধরার খুঁটি, লাঠি এবং তোয়ালে দিয়ে রোগীকে পানি থেকে টেনে ডাঙ্গায় তুলে পেটের উপর সমতল করে শুয়ে হাত প্রসারিত করতে হবে।
2. পানি থেকে নিচে ঝুলন্ত মাথা তুলছে এমন কেউ যদি শিশু হয়, তবে শিশুটিকে উল্টো করে ধরে রাখতে হবে।
3. যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কোমর ধরে মাথাটি নিচের দিকে রাখে তাহলে শ্বাসনালীর থেকে কিছু পানি বের হয়ে যেতে পারে।
4. রোগীর বায়ু চলাচল পথ পরিষ্কার রাখতে হবে। জিহ্বা সামনের দিকে টেনে এবং মুখ পরিষ্কার করতে হবে যাতে শ্বাস নিতে পারে।
5. এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিতে হবে।
6. রোগীর মুখে কিছু রাখা যাবে না, রোগীর মুখ, নাক, চোখ এবং কান সাবধানে পরিষ্কার করতে হবে।
7. সব টাইট পোশাক পরিবর্তন করে ঢিলা পোশাক পড়াতে হবে। এবং শুষ্ক কাপড় পরিধান করাতে হবে এবং রোগীকে ঠান্ডা থেকে সরিয়ে গরম রাখার ব্যবস্থা করতে হবে।
সর্বোপরি আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং অপরকেও সচতেন করতে হবে। যেকোনো আশঙ্কাজনিত বিপদ আসার আগে তার ব্যবস্থাপনা জেনে রাখার পাশাপাশি তা গ্রহণ করতে হবে। এবং শিশুদের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। শিশুদেরকে ডোবা ও পানির নাগালের বাহিরে রাখা জরুরি। এবং সাতার না জানা ব্যক্তির সাতার শিখতে হবে, আপনার সন্তানদের যথা সময়ে সাতার শিখাতে হবে, যাতে করে তারা বিপদের মোকাবিলা করতে পারে। [ইশরাত জাহান মিম]
সহায়িকা: H. Al-Hasib, Dr. Tanvir Islam, Fundamentals of Nursing (2019), Diploma in Nursing Science and Midwifery (1st year), Neuron Publication, Dhaka-1205, Page: 185
পানিতে ডুবে যায় ব্যক্তির প্রাথমিক ব্যবস্থাপনা
Image Source: simple.wikipedia.org