পোড়া | Burn

a close-up of a hand with a red blister on it, পোড়া, Burn, study

প্রচণ্ড তাপ, শিখা, ও উত্তপ্ত বস্তুর সংস্পর্শে বা রাসায়নিক পদার্থের কারণে ত্বক বা শরীরের অন্যান্য অংশের ক্ষতিকে পোড়া (burn) বলে। পোড়ার গভীরতাকে সাধারণত প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ডিগ্রি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। পোড়া খুব বেদনাদায়ক হয় অথবা হতে পারে –
• লাল বা পিলিং ত্বক (Red or peeling Skin)
• ফোস্কা (Blisters)
• ফোলা (Swelling)
• সাদা বা পোড়া ত্বক (White or charred skin)

পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা (First Aid Management of Burn Patients):

• ক্ষত (bum) এর উৎস থেকে রোগীকে অপসারণ করা।

• পোশাক পরিবর্তন করা। যদি কাপড় লেগে থাকে, তবে তা অপসারণ করতে হবে। এবং কিছু বিষয় দেখাশুনা, পরীক্ষা করা এবং নিয়ন্ত্রণ করা। যেমন:

(ABCDE – Check and control)
A – Airway Control (শ্বাসনালী নিয়ন্ত্রণ)
B – Breathing and ventilation (শ্বাস এবং বায়ু চলাচল)
C – Circulation (সঞ্চালন)
D – Disability (Neurological) (স্নায়ুবিক অক্ষমতা)
E – Exposure with environmental control (পরিবেশগত নিয়ন্ত্রণ প্রকাশ করা)।

• রোগীকে যথেষ্ট উষ্ণ রাখা এবং তাকে আশ্বস্ত করা।

• উপরিভাগের ক্ষতের (পোড়া) ক্ষেত্রে liquid Paraffin, oil, vaseline, ডিমের সাদা অংশ ব্যবহার করা।

• লবণাক্ত পানি (সাধারণ স্যালাইন) দিয়ে পরিষ্কার করা।

• মাসে প্রচুর পরিমাণে তরল ব্যবহার বা I/V (ইন্ট্রা ভেনাস) ইনফিউশন ব্যবহার করা।

• মডেম (Modem) তত্ত্বে শুধু ক্ষত (পোড়া) স্থানে ঠান্ডা জল ঢালা।

• যত তাড়াতাড়ি সম্ভব জীবাণুমুক্ত ড্রেসিং দিয়ে ক্ষত (bum) ঢেকে ফেলা।

• পোষাক, তুলা সরাসরি ক্ষতের উপর ব্যবহার না করা।

• ফোস্কা শুধু ডাক্তার দ্বারা খুলতে হবে।

• সমস্ত দিক থেকে কঠোর অপচনশীলতা।

• তরল প্রতিস্থাপন থেরাপি।

• শক এর জন্য চিকিৎসা।

• প্রয়োজনে চিকিৎসা সহায়তার জন্য পাঠানো বা হাসপাতালে তাৎক্ষণিক পরিবহনের ব্যবস্থা করা। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: H. Al-Hasib, Dr. Md. Tanvir Islam, Fundamental of Nursing (2019), Diploma in Nursing Science and Midwifery (1st year), Neuron Publication, Dhaka – 1205, Page: 551, 560.


Image Source: wikipedia.org


পোড়ার সংজ্ঞা


Leave a Reply