প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণের পদ্ধতি
প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণের দুটি পদ্ধতি প্রচলিত রয়েছে। এগুলো হলো:
(ক) অবাট্টাকৃত নগদ প্রবাহ (undiscounted cash flow method) এবং
(খ) বাট্টাকৃত নগদ প্রবাহ (discounted cash flow method)। প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণের পদ্ধতিগুলোকে আবার বিভিন্ন ভাগে বা পদ্ধতিতে ভাগ করা হয়েছে।
(ক) অবাট্টাকৃত নগদ প্রবাহ (undiscounted cash flow method): অবাট্টাকৃত নগদ প্রবাহকে প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণের সনাতন পদ্ধতিও বলা হয়। অবাট্টাকৃত নগদ প্রবাহের তিনটি পদ্ধতি রয়েছে। যথা:
(ক.১) বিনিয়েগ পরিশোধ কাল (payback period)
(ক.২) পে-ব্যাক রিসিপ্রোকেল (pay-back reciprocal)
(ক.৩) গড় মুনাফার হার/বিনিয়োগ উপার্জন হার (average rate of return/return on Investment)
(খ) বাট্টাকৃত নগদ প্রবাহ (discount cast flow method): বাট্টাকৃত নগদ প্রবাহের চারটি পদ্ধতি রয়েছে। যথা:
(খ.১) নীট বর্তমান মূল্য (net present value)
(খ.২) অভ্যন্তরীণ মুনাফার হার (internal rate of return)
(খ.৩) মুনাফার্জন ক্ষমতা সূচক (profitability index)
(খ.৪) মেশিনারী এন্ড অ্যালিড প্রোডাক্ট ইন্সটিটিউট (Machinery and Allied Products Institute)
প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণ পদ্ধতি দুটোর মধ্যে মৌলিক পার্থক্য হলো: অবাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতিতে সময়ের মূল্য বিবেচনা করা হয় না। আর বাট্টাকৃত পদ্ধতিতে সময়ের মূল্য বিবেচনা করা হয়। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: রাসুল, ড. মোঃ সিরাজুর এবং ইসলাম, মোঃ নজরুল, প্রকল্প পরিকল্পনা, (২০১৬/২০১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ৪১-৪২।
✅ প্রকল্পের আর্থিক মূল্য নিরূপণের কৌশল।
✅ Methods of Financial Appraisal of a project.
✅ Techniques of Financial Appraisal of a project.
Follow Us on Our YouTube channel: GEONATCUL