প্রকল্পের প্রকারভেদ | Types of Project
প্রকল্পের পণ্য, আকার, মেয়াদ, গুরুত্ব, ইত্যাদি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রকল্পকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। এছাড়া সাধারণ, আয়তন, সুবিধা, অগ্রাধিকার, প্রণয়ন, বাস্তবায়ন ও পৃষ্ঠপোষকতা ভিত্তিক প্রকল্পের শ্রেণিবিভাগও করা হয়। নিম্নে বিভিন্ন প্রকারের প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো:
(ক) প্রকল্পের সাধারণ শ্রেণিবিভাগ (common types of projects): নিম্নে প্রকল্পের সাধারণ শ্রেণিবিভাগ নিয়ে আলোচনা করা হলো:
ক.১। ব্যবসায় প্রকল্প (business projects): ব্যবসায় প্রকল্প বলতে ঐ সকল প্রকল্পকে বুঝায়, যেগুলো ব্যবসায়ের উদ্দেশ্য তথা মুনাফা লাভের জন্য পরিচালিত হয়।
ক.২। উন্নয়নমূলক প্রকল্প (development projects): উন্নয়ন ও গবেষণামূলক সকল প্রকল্প এ শ্রেণি আওতাভুক্ত। যেমন – নতুন পণ্য উন্নয়ন ।
ক.৩। কারিগরি প্রকল্প (technical projects): কারিগরি ও তথ্য প্রযুক্তির আওতায় যে সকল প্রকল্প পরিচালিত হয় তাকে কারিগরি প্রকল্প বলে। যেমন – IT ভিত্তিক সকল প্রকল্প এ শ্রেণির উদাহরণ।
(খ) আয়তনভিত্তিক প্রকল্প (projects based on size): প্রকল্পের আয়তনের উপর ভিত্তি করে প্রকল্পকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
খ.১। ছোট আয়তনের প্রকল্প: সাধারণত যে প্রকল্পে ১ – ২৫০ কার্যকরী ঘণ্টা ব্যয় হয়, তাকে ছোট আয়তনের প্রকল্প বলে।
খ.২। মাঝারি আয়তনের প্রকল্প: যে প্রকল্পে ২৫১ – ৫০০০ কার্যকরী ঘণ্টা ব্যয় হয়, তাকে মাঝারি আয়তনের প্রকল্প বলে।
খ.৩। বৃহৎ আয়তনের প্রকল্প: যে প্রকল্পে ৫০০০-এর বেশি কার্যকরী ঘণ্টা ব্যয় হয়, তাকে বৃহৎ আয়তনের প্রকল্প বলে।
(গ) সুবিধাভিত্তিক প্রকল্প (projects based on benefits): বাংলাদেশে পরিকল্পনা কমিশন সুবিধার ভিত্তিতে প্রকল্পকে ৩টি শ্রেণিতে বিভক্ত করেছেন। যথা :
গ.১। X শ্রেণির প্রকল্প (projects x): যে সকল প্রকল্প উৎপাদনশীল ও রাজস্ব উপার্জনকারী এবং নিজস্ব অর্থায়নে সম্পাদিত হয় তাকে X শ্রেণির প্রকল্প বলে।
গ.২। Y শ্রেণি প্রকল্প (projects y): যে সকল প্রকল্প উৎপাদনশীল অথচ রাজস্ব উপার্জনকারী নয় এবং অন্যদের সুবিধার জন্য পরিচালিত হয় তাকে Y শ্রেণির প্রকল্প বলে।
গ.৩। Z শ্রেণি প্রকল্প (projects z): যে সকল প্রকল্পের ফলাফল ও সুবিধা দৃশ্যমান নয় এবং সুবিধা সরাসরি পরিমাপ করা যায় না তাকে Z শ্রেণির প্রকল্প বলে ।
ঘ) অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প (projects based on priority): অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্পকে দুই ভাগে ভাগ করা হয়। যথা:
ঘ.১। মৌলিক প্রকল্প বা কোর প্রকল্প (core projects): যে সকল প্রকল্পের গুরুত্ব বেশি এবং বাস্তবায়নের অগ্রাধিকার দেয়া হয় তাকে মৌলিক প্রকল্প বলে।
ঘ.২। অ-মৌলিক বা নন-কোর প্রকল্প (noncore project): তাৎক্ষণিকভাবে জরুরি নয় এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহকে অ-মৌলিক প্রকল্প বলে।
(ঙ) প্রণয়ন ও বাস্তবায়নের ধাপের ভিত্তিতে প্রকল্প (projects based on development and implementation stage): প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ভিত্তিতে চার ভাগে ভাগ করা যায়। যথা:
ঙ.১। পরীক্ষামূলক প্রকল্প (experimental project): কোনো বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং নতুন কিছু আবিষ্কারের লক্ষ্যে যে সকল প্রকল্প গ্রহণ করা হয়, তাকে পরীক্ষামূলক প্রকল্প বলে।
ঙ.২। পাইলট প্রকল্প (pilot project): কোনো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পূর্বে ক্ষুদ্র পরিসরে বাস্তবায়নের মাধ্যমে যখন প্রকল্পের সফলতা, উদ্দেশ্য, অর্জন, ব্যয়, লোকবল, কারিগরী দিক, সময়, ইত্যাদি বিচার-বিশ্লেষণ করা হয় তাকে পাইলট প্রকল্প বলে।
ঙ.৩। প্রদর্শনী প্রকল্প (demonstration project): প্রকল্পের সুফল প্রকল্পের সম্ভাব্য সুবিধাভোগীদের অবহিত করার জন্য যে প্রকল্প গ্রহণ করা হয় তাকে প্রদর্শনী প্রকল্প বলে।
ঙ.৪। পুনরাবৃত্তি প্রকল্প (replication project): পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত, পাইলট প্রকল্পের মাধ্যমে যাচাইকৃত ও প্রদর্শনী প্রকল্পের মাধ্যমে উদ্বুদ্ধকৃত প্রকল্প যখন ব্যাপক আকারে চালু করা হয় তখন তাকে পুনরাবৃত্তি প্রকল্প বলে ।
(চ) পৃষ্ঠপোষকতার ভিত্তিতে প্রকল্প (projects base on sponsor): পৃষ্ঠপোষকতার ভিত্তিতে প্রকল্পকে ২ ভাগে ভাগ করা যায়। যথা:
চ.১। সরকারি প্রকল্প (public projects): সরকারি পৃষ্ঠপোষকতায় গৃহীত ও পরিচালিত প্রকল্পকে সরকারি প্রকল্প বলে। যেমন – পদ্মা সেতু প্রকল্প।
চ.২। বেসরকারি প্রকল্প (private projects): বেসরকারি উদ্যোগে গৃহীত ও পরিচালিত প্রকল্পকে বেসরকারি প্রকল্প বলে। যেমন – নন্দন বিনোদন পার্ক একটি বেসরকারি প্রকল্প ।
(ছ) পণ্য ভিত্তিক প্রকল্প (project based on products): পণ্য ভিত্তিক প্রকল্পসমূহের নিম্নরূপ নাম ও ধরন উল্লেখ করা হলো:
ছ.১। প্রশাসনিক: X
ছ.২। নির্মাণ: A, B
ছ.৩। কম্পিউটার সফ্টওয়ার ডেভলাপমেন্ট: Y
ছ.৪। পরিকল্পনা ও ডিজাইন: Z
ছ.৫। সরঞ্জাম বা সিস্টেম স্থাপন: IT
ছ.৬। ঘটনাবহুল: F
ছ.৭। রক্ষণাবেক্ষণ ও প্রক্রিয়া শিল্প: C
ছ.৮। নতুন পণ্য উন্নয়ন: D
ছ.৯। গবেষণা: L
(জ) অন্যান্য প্রকল্প (others project): উপরোক্ত প্রকল্পগুলো ছাড়াও আরও অনেক প্রকল্প রয়েছে। যেমন: কল্যাণমূলক প্রকল্প, কার্যগবেষণা প্রকল্প, প্রশিক্ষণ প্রকল্প, সংগ্রহ প্রকল্প, ইত্যাদি। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: রাসুল, ড. মোঃ সিরাজুর এবং ইসলাম, মোঃ নজরুল, প্রকল্প পরিকল্পনা, (২০১৬/২০১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ৫-৭।
📖 প্রকল্পের শ্রেণি বিভাগ
📖 প্রকল্পের ধরন
📖 Classification of Project
Follow Us on Our YouTube channel: GEONATCUL