প্রকল্পের ব্যয়-সুবিধা বিশ্লেষণের উদ্দেশ্য
প্রকল্পের ব্যয়-সুবিধা বিশ্লেষণের (cost-benefit analysis) বেশ কিছু লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। ব্যয়-সুবিধা বিশ্লেষণের কিছু লক্ষ্য বা উদ্দেশ্য নিম্নে বর্ণনা করা হলো :
১. সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ (to determine sound investment decision): ব্যয়-সুবিধা বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হলো সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা। সুতরাং বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা ব্যয়-সুবিধা বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য।
২. পরিমাণগত মানদণ্ড প্রদান (to provide quantitative metrics): ব্যয়-সুবিধা বিশ্লেষণের আরেকটি উদ্দেশ্য হলো কিছু সংখ্যক পরিমাণগত মানদণ্ড প্রদান করা। যেমন— বিনিয়োগ ব্যয় কত হবে? আয়ের নীট বর্তমান মূল্য কত হবে? ইত্যাদি।
৩. ফলাফল মূল্যায়ন (to evaluate result): প্রকল্পসমূহ বিচার-বিশ্লেষণ করে যে ফলাফল পাওয়া যায়, তা মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। তাই ব্যয়-সুবিধা বিশ্লেষণের আরেকটি উদ্দেশ্য হল ফলাফল মূল্যায়ন করা।
৪. প্রকল্পসমূহের তুলনা করার ভিত্তি প্রদান (to provide basis for comparing projects): একটি ব্যবসায় প্রকল্পই অর্থনৈতিক ও সামাজিক সম্ভাব্যতার ভিত্তিতে তুলনা করে বিচার বিশ্লেষণ করতে হয়। প্রস্তাবিত প্রকল্পসমূহের তুলনামূলক চিত্র পাওয়া গেলে সহজেই সঠিক প্রকল্প বাছাই করা সম্ভব হয়। তাই ব্যয়-সুবিধা বিশ্লেষণের বিশেষ উদ্দেশ্য হলো বিকল্প প্রকল্পসমূহের তুলনা করা।
৫. সীমিত সম্পদ দক্ষভাবে বণ্টন (allocate scare resources efficiently): যে কোনো প্রকল্প বাস্তবায়নের বাধা হলো এর সম্পদের সীমাবদ্ধতা। সুতরাং সীমিত সম্পদ দক্ষভাবে বণ্টন ও কাজে লাগিয়ে সর্বাধিক সুফল আনয়ন করা ব্যয়-সুবিধা বিশ্লেষণের অন্যতম উদ্দেশ্য।
৬. ব্যয়-সুবিধা অর্থের মানদণ্ডে পরিমাপ (to measure costs-benefits in terms of money): কোনো প্রকল্পে সমার্থক গ্রহণযোগ্য মানদণ্ড হলো অর্থ। তাই প্রকল্পের ব্যয়-সুবিধা অর্থের কাছাকাছি মানদণ্ডে প্রকাশ করা ব্যয়-সুবিধা বিশ্লেষণের অন্যতম উদ্দেশ্য।
৭. বিশ্লেষণের হাতিয়ার সরবরাহ (to provide tools for analysis): প্রকল্পের ব্যয়-সুবিধা বিশ্লেষণ কতকগুলো হাতিয়ার সরবরাহ করে। যেমন- মূলধন ফেরত কাল, নীট বর্তমান মূল্য, মুনাফা অর্জন সূচক, গড়, ইত্যাদি।
পরিশেষে বলা যায়, উপরোক্ত উদ্দেশ্যসমূহকে সামনে রেখেই ব্যয়-সুবিধা বিশ্লেষণ (cost-benefit analysis) করা হয়ে থাকে। [শারমিন জাহান সায়মা]
প্রকল্পের ব্যয়-সুবিধা বিশ্লেষণের উদ্দেশ্যসমূহ
Follow Us on Our YouTube channel: GEONATCUL