প্রকল্প | Project

প্রকল্প শব্দটির ইংরেজি শব্দ হল ‘Project’। ‘Project’ শব্দটি ল্যাটিন ক্রিয়াপদ Proicere থেকে সৃষ্ট Projectum শব্দ থেকে এসেছে। Projectum শব্দটির অর্থ “before an action”। “before an action” এর অর্থ “একটি কর্ম পন্থার পূর্বে”। অর্থাৎ প্রকল্প হল একটি সংগঠিত ইউনিট, যা পূর্ব নির্ধারিত কর্মসূচির সাথে মিল রেখে নির্দিষ্ট বাজেটে ও সঠিক সময়ে লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য পরস্পর সম্পর্কযুক্ত ও নির্ভরশীল কাজসমূহ সমন্বিত করে সুসম্পন্ন (well-performed) করা হয়। বিভিন্ন ব্যক্তি, বিশেষজ্ঞ ও সংগঠন প্রকল্পকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে প্রকল্প সংশ্লিষ্ট এরূপ উল্লেখযোগ্য কতিপয় সংজ্ঞা দেয়া হল:
১। Oxford Dictionery of Business অনুযায়ী, ‘‘Project is a set of activities intended to produce a specific output, which has a definite beginning and end.’’ (প্রকল্প হল একটি নির্দিষ্ট ফলাফল পাওয়ার উদ্দেশ্যে ক্রিয়াকলাপের একটি সেট, যার একটি নির্দিষ্ট শুরু এবং শেষ রয়েছে।)
২। Business Dictonary অনুযায়ী “ A Project is a planned set of interrelated tasks to be executed over a fixed period and within certain cost and other limitations.” (অর্থাৎ প্রকল্প হল পরিকল্পিত ও পরস্পর নির্ভরশীল কতকগুলো কাজের সমষ্টি, যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্ধারিত ব্যয় এবং অন্যান্য সীমাবদ্ধতার মধ্যে তা বাস্তবায়ন করতে হবে)।
৩। Project Management Institue (PMI) এর মতে, “A project is a temporary endeavor undertaken to create a unique product, service or result.” (অর্থাৎ একক কোন পন্য বা সেবা তৈরির জন্য স্বল্প মেয়াদে গৃহীত প্রচেষ্টাকে একটি প্রকল্প বলে)।
৪। The British Standard এর মতে, “Project is unique set of coordinated activities, with definite starting and finising points, undertaken by an individual or organization to meet specific objectives within defined schedule cost and performance parameters.” (অর্থাৎ প্রকল্প হল সমন্বিত কাজসমূহের একক সেট, যার নির্দিষ্ট শুরু ও শেষ সীমা রয়েছে এবং একটি নির্দিষ্ট সময়সূচি, ব্যয় ও কৃতিত্বের মানদণ্ডসমূহের আলোকে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তি বা সংগঠন তা গ্রহণ করে থাকে)।
৫। Adam And Ebert এর মতে, “ A project is a one shot set of activites with a definite beginning and ending point.” (অর্থাৎ প্রকল্প হল একটি সম্মিলিত কাজসমূহের একক চিত্র, যার নির্দিষ্ট শুরু ও শেষ সীমা রয়েছে)।
৬। Association Of Project Management এর মতে, “A project is a unique, transient endeavour, undertaken to achieve planned objectives, which could be defined in terms of outputs, outcomes or benefits.” (অর্থাৎ একটি প্রকল্প হল একটি অনন্য, ক্ষণস্থায়ী প্রচেষ্টা, যা পরিকল্পিত উদ্দেশ্য অর্জনের জন্য গৃহীত হয়, যা আউটপুট, ফলাফল বা সুবিধার পরিপ্রেক্ষিতে সংজ্ঞায়িত করা যেতে পারে )।
৭। The Project Management Hut এর মতে, “A project is made up of a set of tasks that need to be completed by variety of people within your organization.” (অর্থাৎ প্রকল্প হল কতকগুলো কাজে নিয়ে গড়া একটি সেট, যা তোমার সংগঠনের কর্মরত বিভিন্ন শ্রেণির মানুষকে দিয়ে সম্পাদন করা আবশ্যক)।
সুতরাং উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, প্রকল্প (project) হল একক, পরস্পর সম্পর্কীয় ও পরস্পর নির্ভরশীল কাজসমূহের সমষ্টি, যার পরিকল্পনা ও বাস্তবায়ন একটি নির্দিষ্ট ক্রমানুসারে (sequence) হয়, যাতে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট বাজেটে একক পণ্য বা সেবা সৃষ্টি করে কোন সংগঠনের লক্ষ্য অর্জন করা হয়। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: রাসুল, ড. মো: সিরাজুর এবং ইসলাম, মো: নজরুল, প্রকল্প ব্যবস্থাপনা, (২০১৬/১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ২।
প্রকল্প বলতে কি বুঝায়?
ছবি সূত্র: wikimedia.org
Follow Us on Our YouTube channel: GEONATCUL