প্রকল্প মূল্যায়ন | Project Evaluation

প্রকল্প ব্যবস্থাপনা চক্রের সর্বশেষ স্তর বা ধাপ হলো প্রকল্প মূল্যায়ন। এ স্তরে প্রকল্পের কাজ সম্পাদিত হবার পর প্রকল্পের সফলতা ও ব্যর্থতা যাচাই করা হয়ে থাকে। কোনো প্রকল্পের সফলতা ও ব্যর্থতা পরিমাপকে প্রকল্প মূল্যায়ন বলে। অন্যভাবে বলা যায়, গৃহীত প্রকল্পের উদ্দেশ্যের সাথে অর্জিত বাস্তব ফলাফলের তুলনামূলক পর্যালোচনাকে প্রকল্প মূল্যায়ন বলে। নিম্নে প্রকল্প মূল্যায়নের কয়েকটি জনপ্রিয় সংজ্ঞা তুলে ধরা হলো:

Skylark Chandha-এর মতে, “প্রকল্প মূল্যায়ন হল এমন একটি নিয়মতান্ত্রিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রক্রিয়া, যা প্রকল্পের উদ্দেশ্যের আলোকে প্রকল্প কার্যক্রমের যৌক্তিকতা, দক্ষতা, কার্যকারিতা এবং প্রভাব যাচাই করে।”

B. B. Goel বলেন, “প্রকল্প মূল্যায়নকে আমরা অগ্রগতির উদ্দেশ্য কেন্দ্রীভূত সমন্বিত মূল্যায়নকে বুঝে থাকে এবং এটি সামগ্রিক প্রভাব, সমস্যাবলি বিশ্লেষণ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের সাথে সম্পর্কিত।

এম. এ. মজিদ বলেন, “মূল্যায়ন এমন একটি প্রক্রিয়া, যা উদ্দেশ্যমূলক এবং পদ্ধতিগতভাবে প্রাসঙ্গিক/সুসংহত, দক্ষতা/কর্মদক্ষতা এবং কর্মতৎপরতাসমূহের প্রভাব নির্ধারণের জন্য পর্যালোচনা করা হয়।”

Wikipedia তে উল্লেখ রয়েছে যে, “Program evaluation is a systematic method for collecting analysing and using information to answer question about projects, policies and programs, particularly about their effectiveness and efficiency.”

Charles Martin এর মতে, মূল্যায়ন মূলত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে, যার মাধ্যমে প্রকল্পের প্রধান লক্ষ্যসমূহ অর্জনের সম্ভাবনা যাচাই করা হয়।

প্রকৃতপক্ষে প্রকল্প মূল্যায়ন একটি ধারাবাহিক ও গতিশীল প্রক্রিয়া, যা প্রকল্পের সার্বিক মান, গুণাগণ, তাৎপর্য, অর্জনের মাধ্যমে প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরে। স্বল্পমেয়াদি, দীর্ঘমেয়াদি, কারিগরি, সমাজকল্যাণমূলক, বাণিজ্যিক, ছোট-বড় সকল পরিমাণ ও মাত্রা অথবা যে কোন বিষয়ের বাস্তব অবস্থা সম্পর্কে কার্যকরী পরীক্ষা-নিরীক্ষা করে এবং বিচার বিশ্লেষণের নয়। বিশেষত দীর্ঘমেয়াদি ও জটিল প্রকল্পের ক্ষেত্রে শুধু প্রকল্প বাস্তবায়ন শেষে মূল্যায়ন করলে হয় না বরং নির্দিষ্ট সময় প্রকল্পের ক্ষেত্রে মূল্যায়ন আবশ্যক। মূল্যায়ন ব্যতীত প্রকল্পের গুণগত ও পরিমাণগত অবস্থা ও সফলতা নির্ণয় করা সম্ভব নয়। বিভিন্ন ধাপ শেষে মূল্যায়ন করলে তা প্রকল্পের জন্য অধিক কার্যকরী ভূমিকা রাখে। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: রাসুল, ড. মোঃ সিরাজুর এবং ইসলাম, মোঃ নজরুল, প্রকল্প পরিকল্পনা, (২০১৬/২০১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ৫৯০।


প্রকল্প মূল্যায়ন কি?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply