প্রকল্প মূল্য নিরূপণ । Project Appraisal

প্রকল্প মূল্য নিরূপণ হলো প্রকল্প পরিকল্পনার এমন একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রকল্পের প্রাক-বিনিয়োগ বিশ্লেষণ করে। একটি প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পে মূলধন বিনিয়োগ করা সামগ্রিকভাবে যথার্থ হবে কিনা তা যাচাইয়ের জন্য প্রকল্পের বিভিন্ন দিক (যেমন: অর্থনৈতিক, সামাজিক, কারিগরি, পরিচালনাসংক্রান্ত, প্রভৃতি) নিয়ে যে বিশ্লেষণ প্রক্রিয়া পরিচালনা করা হয়, তাকে প্রকল্পের মূল্য নিরূপণ বা প্রকল্প মূল্যায়ন বলা হয়। প্রকল্প মূল্য নিরূপণের প্রধান লক্ষ্য হলো প্রকল্পের বিশ্বস্ততা নিরূপণ করা। প্রকল্প বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে প্রকল্পের মূল্য নিরূপণের সংজ্ঞা প্রদান করেছেন। নিচে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হলো:

১. P. K. Motto এর মতে, ‘Project appraisal is the process of evaluating the salient features of feasibility analysis, techno-economic analysis, design and network analysis, input analysis, financial analysis and social cost benefit analysis of a project.’ (অর্থাৎ প্রকল্পের মূল্য নিরূপণ হলো একটি প্রকল্পের সম্ভাব্যতা বিশ্লেষণ, আর্থ-কারিগরিক বিশ্লেষণ, নকশা ও নেটওয়ার্ক বিশ্লেষণ, উপকরণ বিশ্লেষণ, আর্থিক বিশ্লেষণ এবং সামাজিক ব্যয়-সুবিধা বিশ্লেষণের একটি প্রক্রিয়া।)

২. Alimullah Khan এর মতে, ‘Project appraisal means assessment of a project in order to make decisions regarding the future courses of action.’ (অর্থাৎ প্রকল্পের মূল্য নিরূপণের অর্থ প্রকল্পের মূল্যায়ন যাতে প্রকল্প সম্পর্কিত ভবিষ্যতে সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়।)

৩. B. B. Goel এর মতে, ‘Project appraisal is tool to examine as to whether in the given situation, it would be most realistic, reliable and reasonable one to commit resources or not.’ (অর্থাৎ প্রকল্পের মূল্য নিরূপণ হচ্ছে একটি হাতিয়ার যার মাধ্যমে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে প্রকল্পে সম্পদসমূহ বিনিয়োগ করা খুব বাস্তবসম্মত, নির্ভরযোগ্য এবং যুক্তিসঙ্গত হবে কিনা তা পরীক্ষা করা যায়।)

৪. Wikipedia এর মতে, ‘Project appraisal is the effort of calculating a project’s viability.’ (অর্থাৎ প্রকল্পের মূল্য নিরূপণ হলো প্রকল্পের কার্যকারিতা পরিমাপের একটি প্রচেষ্টা।)

৫. Ready Ratios এর মতে, ‘Project appraisal is the structured process of assessing the viability of a project or proposal.’ (অর্থাৎ প্রকল্পের মূল্য নিরূপণ হলো প্রকল্পের বা প্রস্তাবনার গ্রহণযোগ্যতা যাচাইয়ের একটি সংগঠিত প্রক্রিয়া।)

উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, প্রকল্পের মূল্য নিরূপণ হলো প্রকল্পের প্রাক-বিনিয়োগ বিশ্লেষণের একটি পদ্ধতিগত ও সামগ্রিক প্রক্রিয়া যেখানে কিছু হাতিয়ার ব্যবহার করে প্রকল্পের গ্রহণযোগ্যতা যাচাই করা হয় যাতে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। [শারমিন জাহান সায়মা]


প্রকল্প মূল্য নিরূপণের সংজ্ঞা।
প্রকল্প মূল্য নিরূপণ বলতে কি বুঝায়?
Definition of Project Appraisal
What does project Appraisal mean?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply