প্রতিভূ অনুপাত | Representative Fraction

প্রতিভূ অনুপাত হলো মানচিত্রের স্কেল নির্দেশের একটি পদ্ধতি। প্রতিভূ অনুপাতকে সংক্ষেপে প্র. অ. বলা হয়। যার ইংরেজি হলো Representative Fraction বা R.F.। মানচিত্রের দুইটি স্থানের দূরত্ব এবং ভূমির প্রকৃত দূরত্ব এ পদ্ধতিতে এককের মাধ্যমে প্রকাশ করা হয়। গাণিতিক অনুপাত চিহ্ন (:) দিয়ে মানচিত্রের দুইটি স্থানের দূরত্ব এবং ভূমির প্রকৃত দূরত্বের সম্পর্ক প্রকাশ করা হয়। যেমন- ১ : ৫২২৫০। এর মানে হলো মানচিত্রের ১ একক দূরত্ব, ভূমির প্রকৃত দূরত্ব ৫২২৫০ এককের সমান। প্রতিভূ অনুপাত-এর ব্যবহার সাধারণত ভূচিত্রাবলি এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্রে বেশি দেখা যায়। [সংকলিত]



Leave a Reply