প্রতিভূ অনুপাত | Representative Fraction
September 8, 2023
প্রতিভূ অনুপাত:
প্রতিভূ অনুপাত হলো মানচিত্রের স্কেল নির্দেশের একটি পদ্ধতি। প্রতিভূ অনুপাতকে সংক্ষেপে প্র. অ. বলা হয়। যার ইংরেজি হলো Representative Fraction বা R.F.। মানচিত্রের দুইটি স্থানের দূরত্ব এবং ভূমির প্রকৃত দূরত্ব এ পদ্ধতিতে এককের মাধ্যমে প্রকাশ করা হয়। গাণিতিক অনুপাত চিহ্ন (:) দিয়ে মানচিত্রের দুইটি স্থানের দূরত্ব এবং ভূমির প্রকৃত দূরত্বের সম্পর্ক প্রকাশ করা হয়। যেমন- ১ : ৫২২৫০। এর মানে হলো মানচিত্রের ১ একক দূরত্ব, ভূমির প্রকৃত দূরত্ব ৫২২৫০ এককের সমান। প্রতিভূ অনুপাত-এর ব্যবহার সাধারণত ভূচিত্রাবলি এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্রে বেশি দেখা যায়। [সংকলিত]
Follow Us in Our Youtube Channel: GEONATCUL