প্রবাল প্রাচীর | Barrier Reefs

প্রবাল প্রাচীর, Barrier Reefs

প্রবাল প্রাচীর [Barrier Reefs] বলতে সাধারণত মহাদেশের উপকূলের কাছে তটরেখার সাথে সমান্তরালভাবে লম্বালম্বি প্রাচীরের মত গঠিত প্রবাল শৈলকে বুঝায়। এ ধরনের প্রবাল প্রাচীর সুদীর্ঘ হতে পারে। মূল ভূভাগ এবং প্রবাল প্রাচীরের মধ্যবর্তী উপহ্রদের (lagoon) গভীরতা সাধারণত ৭৫ মিটার অপেক্ষা কম হতে পারে। প্রবাল প্রাচীরের বিস্তার ৫০০ মিটার থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। উপহ্রদের (lagoon) তলদেশ প্রবাল বৃদ্ধির জন্য যথেষ্ট গভীর হলেও প্রবাল প্রাচীর উপকূলের সাথে সংযুক্ত থাকে।

অনেক সময় উপকূল এবং প্রবাল প্রাচীরের মধ্যবর্তী উপহ্রদের (lagoon) মধ্যে বেলাশৈল (fringing reefs) গড়ে উঠে। আবার একটি প্রবাল প্রাচীরের মধ্যস্থলে অপর একটি প্রবাল প্রাচীর দেখা যায়। প্রবাল প্রাচীরের উদাহরণস্বরূপ- অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলে গ্রেট বেরিয়ার রিফ (great barrier reef) নামে একটি প্রবাল প্রাচীরের কথা উল্লেখ করা যায়। গ্রেট বেরিয়ার রিফ প্রায় ১৬০০ কিলোমিটার অধিক দীর্ঘ। এছাড়া অরও বড় আকারের প্রবাল প্রাচীর বিভিন্ন স্থানে দেখা যায়। এগুলোর মধ্যে কিউবার উত্তর উপকূলবর্তী প্রবাল প্রাচীর এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জের প্রবাল প্রাচীর উল্লেখযোগ্য। [সংকলিত]


প্রবাল প্রাচীর বলতে কি বুঝায়?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


 

Leave a Reply