প্রাকৃতিক পরিবেশ | Natural Environment
প্রাকৃতিক পরিবেশ [Natural Environment] বলতে সাধারণত প্রকৃতিগত ভাবে সৃষ্ট প্রতিটি পদার্থ বা উপাদানকে বুঝায়। অর্থাৎ যে কোন স্থানের মানব সৃষ্ট সকল উপাদান বাদ দিয়ে যা কিছু রয়েছে, তার সবকিছুই নিয়েই প্রাকৃতিক পরিবেশ গঠিত। যেমন- মাটি, বায়ু, পানি, নদীনালা, পাহাড়, পর্বত, গাছপালা, বনভূমি, পশু-পাখি, প্রভৃতি। এমনকি মানুষ জাতিও প্রাকৃতিক পরিবেশের অংশ। অন্যভাবে বলা যায়, প্রাকৃতিক পরিবেশ হল প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে সৃষ্ট পরিবেশ।
প্রাকৃতিক পরিবেশের উপাদানঃ সমগ্র জীবগোষ্ঠী এবং জীবগোষ্ঠীর চারিদিকে বিদ্যমান সকল জড় বস্তু নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। এ হিসেবে প্রাকৃতিক পরিবেশের উপাদান প্রধানত ২ ধরনের হয়ে থাকে। এগুলো হল –
ক) সজীব উপাদান (biotic or living components); এবং
খ) জড় উপাদান (abiotic or nonliving components)।
ক) সজীব উপাদানঃ সকল প্রকারের জীবগোষ্ঠীকে প্রাকৃতিক পরিবেশের সজীব উপাদান বলা হয়। সজীব উপাদানের মধ্যে – (১) মাইক্রোবস, (২) মনুষ্যেতর, (৩) মানুষ, এবং (৪) উদ্ভিদ উল্লেখযোগ্য।
খ) জড় উপাদানঃ জীবগোষ্ঠী ব্যতিত অবশিষ্ট সকল প্রকারের জড় পদার্থ বা বস্তুই হল প্রাকৃতিক পরিবেশের জড় উপাদান। প্রাকৃতিক পরিবেশের জড় উপাদানের মধ্যে নিম্নরূপ উল্লেখ করা হলঃ
(১) ভৌত উপাদানঃ সূর্য কিরণ, বায়ুচাপ, ভূ-চৌম্বক শক্তি, প্রভৃতি হল প্রাকৃতিক পরিবেশের ভৌত উপাদান।
(২) জলবায়ুগত উপাদানঃ তাপমাত্রা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, জলস্রোত, প্রভৃতি হল প্রাকৃতিক পরিবেশের জলবায়ুগত উপাদান।
(৩) রাসায়নিক উপাদানঃ অক্সিজেন, কার্বন, কার্বন-ডাই-অক্সাইড, পানি, মাটি, অম্লত্ব, ক্ষারকত্ব, এবং বিভিন্ন প্রকারের মৌল – আয়রণ, সালফার, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের রাসায়নিক উপাদান। [সংকলিত]
সহায়িকা:
১. পাল, গৌতম, ১৯৯৯, পরিবেশ ও দূষণ, অরবিন্দ দাশগুপ্ত, কলকাতা, পৃষ্ঠা – ১৭।
২. বাকী, আবদুল, ২০১৩, ভুবনকোষ, সুজনেষু প্রকাশনী, ঢাকা, পৃষ্ঠা – ১৮৪।
প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL