প্রাকৃতিক ভূগোল | Physical Geography
ভূগোল একটি বিশ্লেষণাত্মক বিজ্ঞান, যার প্রধান আলোচ্য বিষয় হলো আমাদের পৃথিবী। ভূগোলের অন্যতম প্রধান শাখা হলো প্রাকৃতিক ভূগোল। যে বিষয় পাঠ করলে পৃথিবীর জন্ম, ভূপ্রকৃতি এবং পাহাড়, পর্বত, বায়ুমন্ডল, বারিমন্ডল প্রভৃতি বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায় তাকে প্রাকৃতিক ভূগোল বলে। অর্থাৎ, পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক বিষয় সম্পর্কে প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়। প্রাকৃতিক ভূগোল ভূপৃষ্ঠের প্রাকৃতিক ধরন এবং পদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকে।
ভূগোলের সংজ্ঞার আলোকে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে বলা যায়, ‘প্রাকৃতিক প্রপঞ্চসমূহের আঞ্চলিক তারতম্য বিশ্লেষণ করাকে প্রাকৃতিক ভূগোল বলে।’
প্রখ্যাত জার্মান ভূগোলবিদ কার্ল রিটারের মতে, ‘প্রাকৃতিক ভূগোল হলো বৈজ্ঞানিক সে শাখা, যা পৃথিবীর সমস্ত অবয়ব, বৈচিত্র্য ও সম্পর্কসহ একটি স্বতন্ত্র একক হিসেবে বিচার করে।’
প্রখ্যাত আমেরিকান ভূতত্ত্ববিদ রিচার্ড হার্টশোন – এর মতে, ‘ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক সুবিন্যস্ত ও যুক্তিসংগত বর্ণনা ব্যাখ্যা সরবরাহ করা প্রাকৃতিক ভূগোলের কাজ।’
প্রখ্যাত জার্মান ভূগোলবিদ আলেকজেন্ডার ভন হামবোল্ট (Alexander Von Humbolt) – এর মতে, ‘পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আবহাওয়া ও জলবায়ু, ভূমির বন্ধুরতা, শিলার প্রকৃতি ও উদ্ভিজ্জের শ্রেণিবিন্যস নিয়ে মূলত প্রাকৃতিক ভূগোল আলোচনা করে।’
আর্থার হোমস ( Arthur Homes, 1960) – এর মতে, ‘প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনাই হলো প্রাকৃতিক ভূগোল, যেখানে পৃথিবীপৃষ্ঠের বন্ধুরতা, সাগর ও মহাসাগর এবং বায়ুমন্ডলকে আলোচনার জন্য বিবেচনায় আনা হয়।’
সুতরাং, দেখা যাচ্ছে যে, প্রাকৃতিক ভূগোলে মূলত পৃথিবীর ভূমিরূপ, আবহাওয়া, জলবায়ু, মৃওিকা, সমুদ্র ও উদ্ভিজ, ইত্যাদি বিভিন্ন বিষয়ের স্থানিক (spatial) পরিবর্তনের বর্ণনা প্রধান করা হয়ে থাকে। [ইশরাত জাহান মিম]
✅ প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা
✅ প্রাকৃতিক ভূগোল বলতে কি বুঝায়?
✅ Definition of Physical Geography
Follow Us on Our YouTube channel: GEONATCUL