ফসল কাল | Growing Season
August 20, 2019
ফসল কাল (growing season) হলো কোন একটি অঞ্চলের বিশেষ একটি সময়, বছরের যে সময়ে ঐ অঞ্চলে উদ্ভিদের বৃদ্ধি লাভ ঘটে এবং ফুল ও ফল হয়। ফসল কালকে আবার মওসুমও বলা হয়ে থাকে। এ সময়ে সেখানকার আবহাওয়া বিশেষ করে তাপ ও বৃষ্টিপাত সংশ্লিষ্ট উদ্ভিদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হয়ে থাকে। নিরক্ষীয় অঞ্চলে ফসল কালের ব্যাপ্তি বেশি হয়ে থাকে। সাধারণত নিরক্ষীয় অঞ্চল থেকে যত উত্তরে কিংবা দক্ষিণে যাওয়া যায়, ফসল কালের ব্যাপ্তি তত কমতে থাকে। উদাহরণস্বরূপ- নিরক্ষীয় বনভূমি অঞ্চলে সারা বছরব্যাপীই ফসল কাল বজায় থাকে। অপরদিকে তুন্দ্রাঞ্চলে কেবল দুই কিংবা তিন মাস ফসল কাল বিরাজ করে। [সংকলিত]
ফসল কাল কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL