ফার্ম, প্লাণ্ট ও শিল্প | Firm, Plant and Industry
ফার্ম, প্লাণ্ট ও শিল্প:
ফার্ম (firm): সাধারণ অর্থে কোনো একটি পণ্যের উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম। তবে ফার্ম শুধু উৎপাদন পরিচালনাই করে না, উৎপাদনের উপকরণসমূহ ক্রয় করে এবং পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে। ফার্মের মূল উদ্দেশ্য হলো মুনাফা সর্বাধিকরণ করা। সুতরাং আমরা বলতে পারি, যে উৎপাদন প্রতিষ্ঠান মুনাফা সর্বোচ্চকরণের উদ্দেশ্যে উপকরণ সংগ্রহ করে পণ্য উৎপাদন করে বিক্রয়ের ব্যবস্থা করে, তাকে বলা হয় ফার্ম। ফার্ম অবশ্যই একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। কারণ ফার্ম মুনাফার ভিত্তিতে উৎপাদন পরিচালনা করে। মুনাফা হবে তো উৎপাদন চলবে; মুনাফা নেই তো উৎপাদন বন্ধ করে দিবে। ফার্ম বিভিন্ন ধরনের হতে পারে।
প্লান্ট (plant): কোনো একটি ফার্মের প্রতিটি দ্রব্য উৎপাদনের পৃথক পৃথক ক্ষেত্রকে বলা হয় একেকটি প্লাট (plant)। যেমন: একটি প্রসাধনী ফার্মের অধীনে একটি কাপড় কাঁচা সাবান তৈরির প্রতিষ্ঠান, একটি ডিটারজেন্ট পাউডার তৈরির ক্ষেত্র এবং একটি মশার কয়েল তৈরির প্রতিষ্ঠান থাকতে পারে। এদের প্রত্যেকটি ক্ষেত্র/ প্রতিষ্ঠানকেই একেকটি প্লান্ট বলা হয়। আর সবগুলো plant এর সমন্বয়ে একটি ফার্ম গঠিত হয়। একটি ফার্মের অধীনে একটি plant যেমন থাকতে পারে, তেমনি আবার একাধিক plantও থাকতে পারে। উদাহরণস্বরূপ, গ্রামীণফোন একটি cell phone কোম্পানি, এর অধীনে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর ও বন্দরে কয়েকশত দোকান/শো রুম আছে। প্রতিটি শো রুমেই গ্রামীণ ফোনের সিম কার্ড বিক্রি করা হয় ও সংযোগ দেয়া হয়। এক্ষেত্রে গ্রামীণফোন হবে একটি ফার্ম এবং প্রতিটি শোরুম (showroom) হবে একেকটি প্লাট (plant)।
শিল্প (industry): একই ধরনের দ্রব্য উৎপাদনকারী ও বাজারজাতকরণকারী এবং একই বৈশিষ্ট্যের অধিকারী সবগুলো ফার্মের সমন্বিত রূপকে বলা হয় একটি শিল্প। যেমন: পত্রিকা শিল্পের কথা বলা যায়। এখানে, ইত্তেফাক, ইনকিলাব, Daily Star, আমার দেশ, যুগান্তর, নয়াদিগন্ত, প্রথম আলো, ইত্যাদি প্রত্যেকে একেকটি ফার্ম। আর এসবগুলো পত্রিকা ফার্ম নিয়ে গড়ে উঠেছে একটি পত্রিকা শিল্প। আবার, real estate শিল্পের কথাও বলা যায়। রূপায়ন আবাসিক প্রকল্প, ইস্টার্ণ হাউজিং, বসুন্ধরা আবাসিক প্রকল্প, আমিন মোহাম্মদ হাউজিং, স্বদেশ প্রপার্টিজ, ইত্যাদি প্রত্যেকটি একেকটি ফার্ম। আবার এসবগুলো housing firm মিলে রিয়েল স্টেট শিল্প (real estate industry) গড়ে উঠেছে। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: ইসলাম, ড. নুর; খায়ের, মোহাম্মদ আবুল; (২০২২); ব্যষ্টিক অর্থনীতি; ঢাকা: দি ইউনাইটেড পাবলিশার্স; পৃষ্ঠা ২৫৯-২৬০।
Follow Us in Our Youtube Channel: GEONATCUL