ফ্রেম ঘর | Frame House
April 29, 2019

ফ্রেম ঘর [Frame House] হল কাঠ (wood) বা তক্তা ও কাঠের বোর্ড ব্যবহার করে নির্মিত এক ধরনের গৃহ। উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে এ ধরনের গৃহ বেশি দেখা যায়। ফ্রেমের এ গৃহগুলো ত্রিভুজ আকৃতির হয়ে থাকে। অর্থাৎ এ গৃহগুলো ভূমি থেকে শীর্ষ পর্যন্ত ইংরেজি বর্ণ A এর আকৃতিবিশিষ্ট কাঠ দিয়ে নির্মিত এক ধরনের স্থাপত্য। ইউরোপ, চীন ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে এ ফ্রেম গৃহগুলোকে ছাউনি কুটির (roof hut) বলা হয়। প্রাচীন ফ্রেম ঘরের তুলনায় বর্তমান সময়ের ফ্রেম ঘরগুলোতে উন্নত সুযোগ-সুবিধা রয়েছে।
ফ্রেম ঘর কাকে বলে?
Photo Source: Lands of America
Follow Us on Our YouTube channel: GEONATCUL
One Comment
অনেক সুন্দর একটি পোষ্ট।। আমি এই বিষয়ে আজই প্রথম পড়লাম।। অনেক ধন্যবাদ
(মটিভেশনাল গল্প ) মেধাবী ও সুবিবেচকের মাঝে পার্থক্য:: https://learnlifestory.blogspot.com/2019/06/blog-post_23.html