বর্তুলাকার গর্ত | Pothole
January 26, 2021

বর্তুলাকার গর্ত [Pothole] বলতে পানির ধারা পতিত হওয়ার ফলে সৃষ্ট গর্তকে বুঝায়। অর্থাৎ উঁচু স্থান থেকে পানি ধারাবাহিকভাবে পতিত হয়ে ভূমির পৃষ্ঠদেশ ক্ষয়প্রাপ্ত হয়ে এ ধরনের বর্তুলাকার গর্তের সৃষ্টি হয়। আরও দেখা যায় যে, পাহাড়-পর্বতের জলপ্রপাতের (waterfalls) পানির ধারা যেখানে নিয়মিত পতিত হয়, সেখানে বর্তুলাকার গর্তের সৃষ্টি হয়। আবার, ঘূর্ণি স্রোতের কারণে পানি প্রবাহের পথে নদীর তলদেশে গর্তের সৃষ্টি হতে দেখা যায়। এছাড়াও সাধারণত রাস্তা-ঘাটে, সড়কপথে কিংবা বাড়ির আঙ্গিনায় মুষল ধারায় বৃষ্টিপাতের পরে বর্তুলাকার গর্ত দেখতে পাওয়া যায়। [সংকলিত]
image source: ETY
বর্তুলাকার গর্ত কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL