বসতির ধরন ব্যাখ্যায় ডিমোঁজেন সূচক
ফরাসী ভূগােলবিদ এ্যালবার্ট ডিমোঁজেন [Albert Demangeon] বিংশ শতাব্দীর ৩০ দশকের শুরুর দিকে গ্রামীণ বসতির বিনাসের ধরন নির্ণয়ে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন। ডিমোঁজেনে পদ্ধতি অনুসরণ করে সংঘবদ্ধ ও বিক্ষিপ্ত [Scattered] বসতি শনাক্ত করা যায়। বসতির ধরন ব্যাখ্যায় তাঁর পদ্ধতিগত সূত্রটি হলো:
K = (E x N)/T
এখানে,
K = বসতি বিন্যাসের সূচকের মান;
E = প্রধান বসতির জনসংখ্যা ব্যতীত ঐ অঞ্চলের বসতিসমূহের মােট জনসংখ্যা;
N = প্রধান বসতি বাদে ঐ অঞ্চলের মােট বসতির সংখ্যা এবং
T = ঐ অঞ্চলের সর্বমোট জনসংখ।।
এখানে মনে রাখা ভাল যে, ফরাসী শুমারীতে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ডিমোঁজেন তাঁর বসতির ধরন ব্যাখ্যায় সূত্রটি গঠন করেছেন। সুতরাং এ সূত্রটি পৃথিবীর অন্য অঞ্চলসমূহে ব্যবহার করা যাবে কিনা? এ নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। জানা যায় যে, এ সূত্রটি সমসাময়িক কালে ইউরােপের অন্য দেশগুলোতেও তেমন সাফল্যের সাথে ব্যবহার করা যায়নি। [সংকলিত]
বসতির ধরন ব্যাখ্যায় এ্যালবার্ট ডিমোঁজেন প্রদত্ত ডিমোঁজেন সূচক
Follow Us on Our Youtube Channel: GEONATCUL