বহুজাতিক কর্পোরেশনের সংজ্ঞা ও বহুজাতিক কর্পোরেশন গড়ে উঠার কারণ

বহুজাতিক কর্পোরেশন কি?
যখন কোনো প্রতিষ্ঠান তার নিজ দেশের বাহিরে পণ্য বা সেবা একই ব্র্যান্ড বা নাম ব্যবহার করে উৎপাদন বা বাজারজাতকরণ করে তখন তাকে বহুজাতিক কর্পোরেশন (Multinational Corporation) বলে। বহুজাতিক কর্পোরেশনকে আবার মাল্টিন্যাশনাল কোম্পানি বা বহুজাতিক কোম্পানিও বলা হয়। বিশ্বায়ন ও উন্মুক্ত বাজার অর্থনীতির কারণে এ ব্যবসায়ের সম্প্রসারণ ঘটে। বহুজাতিক কর্পোরেশনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব সাবসিডিয়ারীর মাধ্যমে ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনা করে। ব্যবসায় পরিচালনার জন্যে এ কর্পোরেশনগুলো নিজস্ব দেশ এবং যে দেশে ব্যবসায় সম্প্রসারণ করে সেখান থেকেও লোকবল নিয়োগ করে। ইউনিলিভার, সিঙ্গার, জনসন এ্যান্ড জনসন, প্রভৃতি পৃথিবীর কয়েকটি উল্লেখযোগ্য বহুজাতিক কর্পোরেশন। বর্তমানে উন্নয়নশীল দেশগুলোতে সরকার বহুজাতিক কর্পোরেশনের কার্যবিধি নিয়ন্ত্রণ করে থাকে।
বহুজাতিক কর্পোরেশন গড়ে উঠার কারণগুলো কি?
নানাবিধ কারণে বহুজাতিক কর্পোরেশন গড়ে উঠে। নিম্নে এরূপ কয়েকটি কারণ উল্লেখ করা হলো:
১। বহুজাতিক কর্পোরেশনগুলো নিজ দেশে উৎপাদনের বিশেষায়নের কারণে কিংবা তাদের উন্নত প্রযুক্তি ও মূলধন সুবিধার কারণে বৃহদায়তন উৎপাদনের সুযোগ পায়। নিজ দেশের চাহিদা পূরণ করে এগুলো তখন অন্যদেশে রপ্তানির প্রয়োজন পড়ে। সুতরাং বিদেশি বাজারে প্রবেশের মাধ্যমে হিসেবে বহুজাতিক কর্পোরেশন গড়ে উঠে।
২। অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলো প্রাকৃতিক ও খনিজ সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে ও অন্যান্য ক্ষেত্রে সুযোগের কমতি থাকার কারণে উন্নয়নের কাম্য স্তরে উপনীত হতে পারে না। বহুজাতিক কর্পোরেশনগুলো তাদের বলিষ্ঠ অর্থনৈতিক স্বচ্ছলতা ও প্রযুক্তিগত দক্ষতা নিয়ে ঐ সকল দেশে বিনিয়োগে আগ্রহী হয়। এভাবেই অনুন্নত ও উন্নয়নশীল দেশে বহুজাতিক কর্পোরেশনের আগমন ঘটে।
৩। বিশ্বায়ন ও উন্মুক্ত বাজার অর্থনীতির কারণে উন্নত দেশগুলোকে অনুন্নত দেশে বিনিয়োগের সুযোগ এনে দিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণের ফলে বহুজাতিক কর্পোরেশনগুলো বিভিন্ন দেশে ব্যবসায় সম্প্রসারণের সুযোগ পাচ্ছে।
৪। আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যবসায় সম্প্রসারিত হলে অধিক পরিমাণে পণ্য উৎপাদনের মাধ্যমে পণ্য উৎপাদন খরচ কমানো যায়। এর ফলে ব্যবসায় শুধু সম্প্রসারিতই হয় না, ঝুঁকিও হ্রাস পায়। এ সুযোগটি কাজে লাগাতেই বহুজাতিক কর্পোরেশনগুলো বিভিন্ন দেশে ব্যবসায় সম্প্রসারণ করে।
৫। সংশ্লিষ্ট পণ্যের কাঁচামালের সহজলভ্যতা, উৎপাদনের সাথে জড়িত মানবসম্পদের প্রাচুর্য্যতা এবং সরকারের বৈদেশিক বিনিয়োগের অনুকূল নীতি বর্তমান থাকলে সেখানে বহুজাতিক কর্পোরেশনের আবির্ভাব ঘটে। [শারমিন জাহান সায়মা]
সহায়ক বই: আখতার, সুফিয়া; শিরিন, প্রফেসর নাসিম ফারহানা; আহম্মদ, মোঃ জাফর; করিম, মোহাম্মদ নূরুল; সম্পাদনায় : এম.এ. কালাম; (জানুয়ারি, ২০১৯); আন্তর্জাতিক ব্যবসায়; ঢাকা: কমার্স পাবলিকেশন্স; পৃষ্ঠা ৩৪৭ – ৩৪৮।
মাল্টিন্যাশনাল কোম্পানি কি?
বহুজাতিক কোম্পানির বিকাশের কারণ কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL