এক নজরে বাংলাদেশের জাতীয় বিষয়

১. জাতীয় ভাষা →  বাংলা
২. জাতীয় সঙ্গীত (anthem) →  আমার সোনার বাংলা (প্রথম ১০ চরণ)
৩. জাতীয় ধর্ম →  ইসলাম
৪. জাতীয় পাখি →  দোয়েল (magpie robin)
৫. জাতীয় ফুল →  শাপলা (water lily)

৬. জাতীয় পশু →  রয়েল বেঙ্গল টাইগার (royal bengal tiger)
৭. জাতীয় বন →  সুন্দরবন
৮. জাতীয় বৃক্ষ →  আম গাছ (mango tree)
৯. জাতীয় চিড়িয়াখানা →  ঢাকা চিড়িয়াখানা ( মিরপুর)
১০. জাতীয় উদ্যান →  সোহরাওয়ার্দী উদ্যান

১১. জাতীয় সংবাদ সংস্থা →  বাংলাদেশ সংবাদ সংস্থা  (বাসস, BSS)
১২. জাতীয় ফল →  কাঠাল (jack fruit)
১৩. জাতীয় মাছ →  ইলিশ (hilsha)
১৪. জাতীয় মসজিদ →  বায়তুল মোকাররম মসজিদ
১৫. জাতীয় বিমানবন্দর →  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

১৬. জাতীয় গ্রন্থাগার →  শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা
১৭. জাতীয় জাদুঘর(museum) →  জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
১৫. জাতীয় পতাকা →  সবুজের মাঝে লাল বৃত্ত
১৮. জাতীয় কবি →  কাজী নজরুল ইসলাম
১৯. জাতীয় পার্ক →  শহীদ  জিয়া শিশু পার্ক
২০. জাতীয় খেলা →  হা-ডু-ডু (কাবাডি)

২১. জাতীর স্মৃতিসৌধ →  সম্মিলিত প্রয়াস
২২. জাতীয় ও স্বাধীনতা দিবস →  ২৬ মার্চ (26 march)
২৩. জাতীয় উৎসব →  বাংলা নববর্ষ বরণ উৎসব
২৪. জাতীয় স্টেডিয়াম →  বঙ্গবন্ধু স্টেডিয়াম
২৫. জাতীয় প্রতীক (emblem) →  উভয় পাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে তারকা। [সংকলিত]


At a glance I The National Issues of Bangladesh


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply