বাংলাদেশের সংবিধান: জনগণের মৌলিক অধিকার
August 9, 2017
বাংলাদেশ সংবিধান:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ে/ভাগে (part three) বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারসমূহ (fundamental rights) লিপিবদ্ধ করা হয়েছে। সংবিধানের ২৬ থেকে ৪৭ক নম্বর অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারসমূহ হল:-
| অনুচ্ছেদ | বিষয় |
| ২৬ | মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল |
| ২৭ | আইনের দৃষ্টিতে সমতা |
| ২৮ | ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য |
| ২৯ | সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা |
| ৩০ | বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ, নিষিদ্ধকরণ |
| ৩১ | আইনের আশ্রয়-লাভের অধিকার |
| ৩২ | জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ |
| ৩৩ | গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ |
| ৩৪ | জোরজবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ |
| ৩৫ | বিচার ও দন্ড রক্ষণ |
| ৩৬ | চলাফেরার স্বাধীনতা |
| ৩৭ | সমাবেশের স্বাধীনতা |
| ৩৮ | সংগঠনের স্বাধীনতা |
| ৩৯ | চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্–স্বাধীনতা |
| ৪০ | পেশা বা বৃত্তির স্বাধীনতা |
| ৪১ | ধর্মীয় স্বাধীনতা |
| ৪২ | সম্পত্তির অধিকার |
| ৪৩ | গৃহ ও যোগাযোগের রক্ষণ |
| ৪৪ | মৌলিক অধিকার বলবৎকরণ |
| ৪৫ | শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন |
| ৪৬ | দায়মুক্তি-বিধানের ক্ষমতা |
| ৪৭ | কতিপয় আইনের হেফাজত |
| ৪৭ক | সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা |
Bangladesh Constitution: Fundamental Rights of Bangladesh Peoples
Follow Us on Our YouTube channel: GEONATCUL