বাংলাদেশে অধিক জনসংখ্যার কারণ
অধিক জনসংখ্যার কারণ:
জনসংখ্যাধিক্য বাংলাদেশের একটি জটিল সমস্যা। দীর্ঘদিনের সৃষ্ট এ আর্থসামাজিক সমস্যাটি বিভিন্ন কারণে এরূপ অবস্থায় এসে পৌঁছেছে। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার জন্য দায়ী কারণগুলোকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন-
১. প্রাকৃতিক কারণ
২. অর্থনৈতিক কারণ এবং
৩. সামাজিক ও সংস্কৃতিক কারণ। বাংলাদেশের জনসংখ্যা সমস্যার জন্য দায়ী প্রাকৃতিক ও অর্থনৈতিক কারণগুলো নিচে বর্ণনা দেয়া হলো।
প্রাকৃতিক কারণ: বাংলাদেশের জনসংখ্যা সমস্যার জন্য দায়ী প্রাকৃতিক কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. ভৌগোলিক অবস্থান: দেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রাচীন কারণ। মৌসুমি জলবায়ু, নাতিশীতোষ্ণ আবহাওয়া, এবং উর্বর মাটিতে এখানকার জীবনযাত্রা অনেক সহজ। তাই সেই প্রাচীনকাল থেকেই এখানে জনবসতি গড়ে উঠেছে।
২. উচ্চ প্রজনন ক্ষমতা: ভৌগোলিক অবস্থান, খাদ্যভ্যাস, জীবনযাপন প্রণালি, ইত্যাদি কারণে এদেশের নারীদের উর্বরতা অনেক বেশি। ২০১১ সালে আদমশুমারী রিপোর্ট অনুসারে নারীদের উর্বরতা ২ শতাংশের বেশি। এ কারণে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পায়।
৩. উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যুহার: বাংলাদেশের শিশু জন্মহার তুলনামূলকভাবে অনেক বেশি। কিন্তু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে মৃত্যুহার কমে গেছে। জন্ম ও মৃত্যুহারের মধ্যকার এরূপ পার্থক্যের কারণে সামগ্রিকভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়।
অর্থনৈতিক কারণ: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য অর্থনৈতিক কারণও দায়ী। এদেশের অর্থনীতির মূলভিত্তি কৃষি। সনাতনী কৃষি পদ্ধতি প্রচলিত থাকায় কৃষিকাজে অধিক সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। যে কারণে কৃষিভিত্তিক সমাজে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি দেখা যায়। আবার কৃষিনির্ভর সমাজে মহিলাদের কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ নেই। কিন্তু মহিলাদের কর্মসংস্থানের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। কর্মজীবী মহিলারা সাধারণত অধিক সন্তান নিতে চান না। কিন্তু মহিলাদের কর্মসংস্থান কম বলে অধিক সন্তান জন্মদানে তাদের সমস্যা হয় না। ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়।
বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন। সন্তান লালন-পালন উচ্চ জীবনযাত্রার মানে যতটা ব্যয়বহুল, নিম্ন সমাজে ততটা নয়। তাই এরূপ অর্থনৈতিক কাঠামোতে জনসংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া জীবনযাত্রার মান নিম্ন হওয়ার ফলে মানুষের অর্থনৈতিক নিরাপত্তার অভাবও দেখা যায়। যে কারণে অধিক সন্তানকে তারা ভবিষ্যৎ আশ্রয়স্থল বলে মনে করে। এজন্য তারা অধিক সন্তান জন্মদানে উৎসাহী হয়। [ইশরাত জাহান মিম]
সহায়িকা: সরকার, ড. মোহাম্মদ আব্দুল মালেক, (জুন ২০১৩), সমাজ বিজ্ঞান ২য় পত্র, ঢাকা: লেকচার পাবলিকেশন্স, পৃষ্ঠা ৩৫৪, ৩৫৫।
Follow Us in Our Youtube Channel: GEONATCUL