বাংলাদেশে উন্নয়ন প্রকল্প

বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশসমূহের মধ্যে অন্যতম। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার আয়তনের ছোট এই দেশে জনসংখ্যা অনেক বেশি। ঔপনিবেশিক শাসন অবসানের পর বিংশ শতকের পঞ্চাশ থেকে আশির দশক থেকে এদেশে শুরু হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগে উন্নয়ন প্রচেষ্টা। ১৯৭১ সালে নয় মাসব্যাপী এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে অর্থনীতির পুনর্গঠন ও একটি জাতিকে বিশ্বের মানচিত্রে মর্যাদাসম্পন্ন আসনে প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু হয় সরকারি ও বেসরকারি পর্যায়ে উন্নয়নের প্রচেষ্টা।

বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ যেখানে সম্পদ সীমিত এবং উন্নয়নের জন্য পরিকল্পিত অর্থনীতির পথ অনুসরণ করা হচ্ছে, যেখানে প্রকল্প হলো উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের একটি অন্যতম হাতিয়ার। দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে সীমিত সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় অগ্রাধিকার বিবেচনায় সর্বোত্তম সুবিধা প্রদানকারী প্রকল্প নির্বাচন করে তার বাস্তবায়ন করা প্রয়োজন। বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট দুর্বলতা রয়েছে। এ দুর্বলতার কারণে গৃহীত প্রকল্পের মাধ্যমে যথাযথ লক্ষ্য অর্জন সম্ভব হয় না এবং অনেক ক্ষেত্রে প্রকল্পগুলো বাস্তবায়নাধীন পর্যায়ে অকার্যকার বলে বিবেচিত হয়, যা অর্থনীতিতে সুবিধা প্রদান করার চেয়ে বরং বোঝাস্বরূপ চেপে বসে।

উন্নয়ন প্রকল্প বলতে এমন একটি প্রকল্পকে বুঝায়, যা ঐতিহাসিক সকল বিপর্যয় পিছনে ফেলে সম্মুখে এগিয়ে যাওয়ার চেষ্টাকে বুঝায়। উন্নয়ন প্রকল্প হল একটি মৌলিক ক্ষেত্রবিশেষ যা কোন প্রচেষ্টার ফলাফল। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: রাসুল, ড. মোঃ সিরাজুর এবং ইসলাম, মোঃ নজরুল, প্রকল্প পরিকল্পনা, (২০১৬/২০১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ৬৩৭।


বাংলাদেশে উন্নয়ন প্রকল্প কেমন?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply