বাংলাদেশে সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয় কিভাবে?
সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান হলো সমাজবিজ্ঞান। এতে সমাজের সকল দিক আলোচনা-পর্যালোচনা করা হয়। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সমাজবিজ্ঞানের গোড়াপত্তন হয়। এর আগে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞান পঠিত হত। তবে ১৯৫৭ সালেই সর্বপ্রথম সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রাণপুরুষ বা অগ্রপথিক হলেন অধ্যাপক এ. কে. নাজমুল করিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন। এদেশে সমাজবিজ্ঞান বিকাশে তাঁর অবদান সর্বজন স্বীকৃত। ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে সমাজবিজ্ঞান একটি অপরিহার্য বিভাগ বা বিষয় হিসেবে প্রতিষ্ঠা পায়। বর্তমানে সমাজবিজ্ঞান এদেশে একটি সুপ্রতিষ্ঠিত বিষয়। [ইশরাত জাহান মিম]
সহায়িকা: সরকার, ড. মোহাম্মদ মালেক, সমাজ বিজ্ঞান, ঢাকা: লেকচার পাবলিকেশন লি., পৃষ্ঠা – ৩।
বাংলাদেশে সমাজবিজ্ঞানের অগ্রপথিক কে?
Follow Us in Our Youtube Channel: GEONATCUL