বাংলা বাগধারা (idioms) | ব্যাকরণ
বাগধারা (idioms): যখন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যময় হয়ে উঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বা বাগবিধি বা বিশিষ্টার্থক শব্দ বলা হয় । বাগধারা মূলত কথ্য ভাষার সম্পদ। বাগধারা এখন আর কেবল কথ্য ভাষায় সীমাবদ্ধ নেই । বাংলা সাহিত্যে এখন এর ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়।
বাগধারা সাধারণত তিন ধরনের অর্থ বা ভাব প্রকাশ করে। যথা:
ক) বাচ্যার্থ
খ) লক্ষ্যার্থ ও
গ) ব্যাঙ্গ্যার্থ।
ক) বাচ্যার্থ: শব্দ বা শব্দসমষ্টির মূল অর্থ বা ভাবকে বাচ্যার্থ বলে। যথা: ঈশ্বর, চন্দ্র, নদী, সূর্য প্রভৃতি।
খ) লক্ষ্যার্থ: যখন কোন শব্দ বা শব্দসমষ্টি মূল অর্থ বা ভাব ছাড়া অন্য অর্থ বা ভাব প্রকাশ করে, তখন তাকে লক্ষ্যার্থ বলে। যথা:
‘গোপালের লেখাপড়ার গা নাই’; এখানে, গাত্র>গা, ‘গা’ শব্দের মূল অর্থ হল ‘দেহ’। তবে এখানে ‘গা’ বাচ্যার্থে ব্যবহৃত না হয়ে লক্ষ্যার্থে ব্যবহৃত হয়েছে। এ বাক্যে ‘গা’ শব্দের লক্ষ্যার্থ হল ‘ইচ্ছা’।
গ) ব্যাঙ্গ্যার্থ: যখন কোন শব্দ বা শব্দসমষ্টি বাচ্যার্থ বা লক্ষ্যার্থ প্রকাশ না করে অন্য কোন নতুন গভীর ব্যঞ্জনাপূর্ণ অর্থ বা ভাব প্রকাশ করে, তখন তাকে ব্যাঙ্গ্যার্থ বলে। যথা:
‘করিমের ভাই একটা অকালকুষ্মাণ্ড।’ এখানে, ‘অকাল-কুষ্মাণ্ড’ শব্দসমষ্টির ব্যাঙ্গ্যার্থ হল ‘অপদার্থ’। নিন্মে গুরুত্বপূর্ণ কিছু বাগধারা উল্লেখ করা হল:
| বাগধারা (idioms) | অর্থ (meanings) |
| অ আ ক খ | প্রাথমিক জ্ঞান |
| অকাল কুষ্মাণ্ড | অপদার্থ |
| অকালপক্ব | ইঁচড়ে পাকা |
| অকাল বোধন | অসময়ে আবির্ভাব |
| অষ্টকপাল | হতভাগ্য |
| অন্ধের যষ্টি | একমাত্র অবলম্বন |
| অর্ধচন্দ্র | গলাধাক্কা |
| অগ্নিশর্মা | ক্ষিপ্ত |
| অথৈ জল | ভীষণ বিপদ |
| অমাবস্যার চাঁদ | দুর্লভ বস্তু |
| আখাম্বা | বেখাপ্পা |
| আটকপাল | হতভাগ্য |
| আঠারো মাসে বছর | দীর্ঘসূত্রিতা |
| আদায় কাঁচকলায় | শত্রুভাবাপন্ন |
| আমড়া কাঠের ঢেঁকি | অকেজো লোক |
| আকাশ-পাতাল | বিশাল ব্যবধান |
| আকাশের চাঁদ | দুর্লভ বস্তু |
| আক্কেল সেলামি | ভুলের মাশুল |
| আমড়াগাছি করা | তোষামুদ করা |
| ইঁদুর কপালে | মন্দভাগ্য |
| ইঁচড়ে পাকা | অকালপক্ক |
| ইলশে গুঁড়ি | গুঁড়ি গুঁড়ি বৃষ্টি |
| ইতর বিশেষ | প্রভেধ বা পার্থক্য |
| ইদের চাঁদ | কাঙ্ক্ষিত বস্তু |
| উড়নচণ্ডী | উচ্ছৃঙ্খল |
| উকর-ধাকর | এলোপাথাড়ি |
| উনিশ-বিশ | সামান্য পার্থক্য |
| উলুখাগড়া | গুরুত্বহীন লোক |
| উড়ো কথা | গুজব |
| উজানের কই | সহজলভ্য |
| উড়ো চিঠি | বেনামি পত্র |
| উত্তম মধ্যম | প্রহার বা পিটুনি |
| ঊনপাঁজরে | অপদার্থ |
| ঊনপঞ্চাশ বায়ু | পাগলামি |
| এক চোখা | পক্ষপাত দুষ্ট |
| একাদশ বৃহস্পতি | মহাসৌভাগ্য |
| এলাহি কাণ্ড | বিরাট আয়োজন |
| ওষধ করা | বশ করা |
| ওঝার ঘাড়ে ভূত | বিপদগ্রস্ত কাণ্ডারি |
| কাপুড়ে বাবু | বাহ্যিক সভ্য |
| ক-অক্ষর গোমাংস | সম্পূর্ণ মূর্খ |
| কচু পোড়া | অখাদ্য |
| কড়ি কপালে | ভাগ্যবান |
| করাতের দাঁত | উভয়-সংকট |
| কাক ভূষণ্ডি | সম্পূর্ণ ভেজা |
| কাঁচা পয়সা | নগদ উপার্জন |
| কূপমণ্ডুক | ঘরকুনো বা সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন |
| কংস মামা | নির্মম আত্মীয় |
| কাষ্ঠ হাঁসি | কপট হাঁসি |
| খামকাজ | ভুল কাজ |
| খিচুড়ি পাকানো | জটিল করা |
| খেজুরে আলাপ | অকাজের কথা |
| খয়ের খাঁ | চাটুকার |
| খণ্ডকপাল | দুর্ভাগ্য |
| খোদার খাসি | হৃষ্টপুষ্ট ব্যক্তি |
| গরজ বড় বালাই | প্রয়োজনে গুরুত্ব |
| গোড়ায় গলদ | প্রথমেই ত্রুটি |
| গো-মূর্খ | বর্ণজ্ঞানহীন |
| গণ্ডগ্রাম | বড় গ্রাম |
| গৌরচন্দ্রিকা | ভূমিকা |
| ঘর থাকতে বাবুই ভেজা | সুযোগ থাকতে কষ্ট |
| ঘটি চোর | ছিঁচকে চোর |
| ঘুঘু চড়ানো | সর্বনাশ করা |
| ঘোড়ার ডিম | অবাস্তব |
| ঘোড়া রোগ | সাধ্যের অতিরিক্ত সাধ |
| চিনির পুতুল | ভারবাহী |
| চুনোপুঁটি | সামান্য লোক |
| চোখে ধুলা দেওয়া | ঠকানো |
| চোখের বালি | চক্ষুশূল |
| চোখে সাঁতার পানি | অতিরিক্ত মায়া কান্না |
| ছেঁড়া চুলে খোঁপা বাঁধা | বৃথা চেষ্টা |
| ঝাঁকের কই | দলভুক্ত |
| টাকার গরম | অর্থের অহংকার |
| ঢাকের কাঠি | তোষামুদে |
| ডুবে ডুবে জল খাওয়া | গোপনে কাজ করা |
| তাসের ঘর | ক্ষণস্থায়ী |
| তামার বিষ | অর্থের কু-প্রভাব |
| তুলসী বনের বাঘ | ভণ্ড |
| দুধে-ভাতে থাকা | সুখে থাকা |
| ধর্মের কল | সত্য |
| নিমরাজি | আংশিক স্বীকার করা |
| নাড়ির টান | গভীর মমত্ববোধ |
| পালের গোদা | দলপতি |
| পেটে পেটে বুদ্ধি | দুষ্টুবুদ্ধি |
| ব্যাঙের আধুলি | সামান্য অর্থ |
| ভিটায় ঘুঘু চড়ানো | সর্বস্বান্ত |
| মাছের মায়ের পুত্র শোক | মিথ্যে শোক |
| শিবরাত্রির সলতে | একমাত্র সন্তান |
| সোনার পাথর বাটি | অসম্ভব বস্তু |
| হ-য-ব-র-ল | বিশৃঙ্খল অবস্থা |
বাংলা বাগধারা (idioms)
Follow Us on Our YouTube channel: GEONATCUL