বাংলা ব্যাকরণ | নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান
বাংলাদেশে নির্দিষ্ট সময় অন্তর অন্তর অনুষ্ঠেয় শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও বিসিএসসহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের কিছু প্রশ্ন ও সমাধান তুলে ধরা হলো:
১. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য? – উ: তদ্ভব শব্দের বহুলতা।
২. চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয়? – উ: সংক্ষিপ্ত।
৩. দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কী বলে ? – উ: বিষমীভবন।
৪. বাংলা ভাষার উৎস কী ? – উ: অনার্য ভাষা।
৫. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় ? – উ: অব্যয়।
৬. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ ? – উ: পিশাচ > পিচাশ।
৭. ‘রত্ন > রতন’ হওয়ার ধ্বনি পরিবর্তন সূত্র – উ: স্বরভক্তি।
৮. ব্যুৎপত্তিগতভাবে ‘ব্যাকরণ’ শব্দের অর্থ হলো ? – উ: বিশেষভাবে বিশ্লেষণ ।
৯. ‘ঙ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো – উ: উয়ো ।
১০. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?- উ: কার ।
১১. ‘ক্রিয়াকাল ও পুরুষ’ ব্যাকরণের কোন অংশে আলোচিত ?- উ: রূপতত্ত্বে।
১২. ‘শরীর > শরীল’ – শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রয্যেজ্য? – উ: বিষমীভবন।
১৩. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? – উ: গৌড়ীয় প্রাকৃত।
১৪. কোনটি মৌলিক স্বরধ্বনি? – উ: এ ।
১৫. বাংলা ভাষারীতির কয়টি রূপ? – উ: দুইটি।
১৬. ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? – উ: সাধু।
১৭. কোনটি ওষ্ঠ্য ধ্বনি? – উ: ম।
১৮. কোনগুলো দন্ত্যধ্বনি? – উ: ত, থ, দ, ধ।
১৯. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? – উ: লাফ > ফাল।
২০. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? – উ: সন্ধি।
২১. বাগযন্ত্রের অংশ নয় – উ: কান।
২২. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় – উ: সাধু রীতিতে।
২৩. ‘জুতো’ শব্দটি কোন ভাষারীতির? উ: চলিত।
২৪. কোনটি দন্ত্য ধ্বনি? – ত।
২৫. কন্ঠ্য থেকে উচ্চারিত ধ্বনি – উ: ক।
২৬. ড. মুহম্মদ শহীদুল্লাহ্’র মতে, বাংলা ভাষার উদ্ভব – উ: গৌড়ীয় প্রাকৃত থেকে।
২৭. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? – উ: প্রমিত উচ্চারণ।
২৮. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়? – প্রমিত ভাষা।
২৯. ‘এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে।’ – এর চলিতরূপ কী?- উ: এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে।
৩০. চলিত ভাষার বৈশিষ্ট্য নয় – উ: সংস্কৃত শব্দের বহুল ব্যবহার।
৩১. ‘কিয়ৎক্ষণ’ শব্দের সঠিক চলিতরূপ কোনটি? – উ: কিছুক্ষণ।
৩২. কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? – উ: সে এখন স্কুলে যাবে।
৩৩. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? – উ: ইশারা বা অঙ্গভঙ্গি।
৩৪. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? – অব্যয়।
৩৫. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? – বঙ্গকামরূপী।
৩৬. ভাষার কোন রীতি পরীবর্তনশীল? – চলিত রীতি।
৩৭. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? – ১০ টি।
৩৮. অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? – চ ধ্বনি।
৩৯. বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? – উ: শব্দমূল।
৪০. সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য – উ: ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। [সংকলিত] [শারমিন জাহান সায়মা]
বিসিএস বাংলা ব্যাকরণ প্রস্তুতি।
Follow Us in Our YouTube channel: GEONATCUL