বাংলা সাহিত্যের যুগ বিভাজন
July 19, 2017
বাংলা সাহিত্যের যুগ বিভাজন:
বাংলা সাহিত্য পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। এগুলো হল-
১. প্রাচীন যুগ
২. মধ্য যুগ ও
৩. আধুনিক যুগ। এ যুগসমূহের বর্ণনা সংক্ষেপে নিচে তুলে ধরা হল-
১. প্রাচীন যুগ:
১.১. ব্যাপ্তিকাল: ৬৫০-১২০০ খ্রিস্টাব্দ।
১.২. সাহিত্য নিদর্শন: চর্যাপদ।
১.৩. সাহিত্যে প্রভাব: ধর্মীয় চেতনার।
২. মধ্য যুগ:
২.১. ব্যাপ্তিকাল: ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ।
২.২. প্রথম নিদর্শন: শ্রীকৃষ্ণকীর্তন।
২.৩. কাব্যের প্রধান গুণ: ধর্মনির্ভরতা।
২.৪. প্রধান মুসলমান কবি: দৌলত কাজী ও আলাওল।
২.৫. এ যুগের শেষ কবি: ভারতচন্দ্র রায়গুণাকর।
৩. আধুনিক যুগ:
৩.১. ব্যাপ্তিকাল: ১৮০১ খ্রিস্টাব্দ -বর্তমান।
৩.২. প্রধান লক্ষণ: আত্মচেতনা ও জাতীয়তাবোধ।
৩.৩. প্রধান বৈশিষ্ট্য: মানবের জয়জয়কার।
The Division of the Bengali Literature Period
Follow Us in Our YouTube channel: GEONATCUL